
স্পোর্টস ডেস্ক : অনেকেই মনে করে, বাংলাদেশের খেলোয়াড় টেস্ট ক্রিকেট খেলতে চায় না। কিন্তু এই চিন্তা-ভাবনার সাথে একমত নন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। তিনি মনে করেন, এমন অভিযোগ ভুল অনুমানের ওপর করা হয়।
তিনি বলেন, টেস্ট দলে খেলার জন্য পেসাররা কঠোর পরিশ্রম করছেন, তারা বিশ্বাস করেন লংগার ভার্সনই ক্রিকেটের আসল খেলা এবং টেস্টই একজন বোলারের যোগ্যতার প্রমাণ দেয়।
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে তিনি বলেন, ‘সবসময়ই আমি শুনতে পাই, আমি ও অন্য কিছু পেসার টেস্ট খেলতে চায় না। যা আমাকে খুবই কষ্ট দেয়। আমি কখনো বলিনি যে, আমার কাছে টেস্ট ক্রিকেটের আর্কষণ কম।’
তিনি বলেন, ‘আমি টেস্ট ক্রিকেট খেলার জন্য সবসময়ই কঠোর পরিশ্রম করে থাকি। শুধুমাত্র আমি না, সকল পেসারই টেস্ট ক্রিকেটের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস। কারণ, আমরা সবাই বিশ্বাস করি, টেস্ট ক্রিকেটই হলো আসল ক্রিকেট এবং আপনি কতটা ভালো টেস্ট ক্রিকেটের পারফরমেন্স দিয়ে তার প্রমাণ মেলে।’
রুবেল জানান, টেস্ট ক্রিকেটে খারাপ পারফরমেন্সের কারণে অনেকেই মনে করেন তার বড় ফরম্যাট নিয়ে অনীহা রয়েছে।
পেসারদের মধ্যে টেস্ট ক্রিকেটে রুবেলের গড় সবচেয়ে খারাপ। ২৭ ম্যাচে ৭৬ দশমিক ৭৭ গড়ে ৩৬ উইকেট শিকার আছে তার। সেই তুলনায় রুবেলের ওয়ানডে ও টি-টোয়েন্টি রেকর্ড বেশ ভালো। ১০১ ওয়ানডেতে ৩৪ দশমিক ১২ গড়ে ১২৬ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ২৭টি টি-টোয়েন্টিতে ৩১ দশমিক ৩৯ গড়ে ২৮ উইকেট শিকার করেছেন রুবেল।
বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ী পারফরমেন্স করেছেন রুবেল। একই অবস্থা বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানেরও। বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো পারফরমেন্স করেছেন তিনি।
রুবেল বলেন, ‘আমি স্বীকার করি যে, টেস্টে আমার বোলিং রেকর্ড ভালো না। তবে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। কখনও আমি ভালো বল করি, কিন্তু ভাগ্য সাথে না থাকায় আমি উইকেট পাই না। বেশি উইকেট না পাবার কারণে আমার টেস্ট গড় খুবই খারাপ। কিন্তু তার মানে এই নয় যে, টেস্ট ক্রিকেট নিয়ে আমার কোন আগ্রহ নেই। প্রতিদ্বন্দিতা বেশি থাকার পরও আমি এখনো টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করছি। কিন্তু একটি বিষয় বলতে পারি, আমি হাল ছাড়বো না।’
তিনি আরও বলেন, ‘মোস্তাফিজকেও এমন কথা প্রায়ই শুনতে হয়েছিল। কিন্তু আমি নিশ্চিত, টেস্ট ক্রিকেট পাকাপোক্ত হতে মোস্তাফিজ তার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমি তাকে চিনি, সে হাল ছেড়ে দেওয়ার মত খেলোয়াড় নন। আমাদেরকে যে দোষ দেওয়া হচ্ছে তা অন্যায়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।