নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি সহ অনেক প্রতিষ্ঠানের জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশের ধূমকেতু নিয়ে গবেষণা করে থাকে। বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধূমকেতুর সন্তান তারা পান। তবে সব ধুমকেতুর খবর মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় না।

উল্লেখযোগ্য অল্প কয়েকটি ধুমকেতু নিয়ে আলোচনা হয়। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ৫০ হাজার বছর পর একটি বিশেষ ধুমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এ ধুমকেতুর নাম দেওয়া হয়েছে সি/২০২২ ই৩ বা জেডটিএফ।
বিজ্ঞানীরা যদিও আরো অনেক আগে এই ধুমকেতুটির সন্ধান পেয়েছিল। এ বিশেষ ধুমকেতুটি জ্যোতির্বিজ্ঞানীদের নজরে আসে গত বছরের মার্চ মাসে। তখন সূর্য থেকে বেশ দূরে অবস্থান করছিল এটি।
বৃহস্পতি গ্রহের কাছে দিয়ে অতিক্রম করেছিল ধূমকেতুটি। বিজ্ঞানীরা যখন এটি প্রথমে দেখান তখন তারা সন্দেহ করছিলেন যে এটি গ্রহণু নাকি ধুমকেতু। আসলে উজ্জ্বল ধূমকেতু এর সন্ধান পাওয়া বেশ কঠিন।
সাধারণত ২০ বছরের মধ্যে দুই তিনটি এরকম ধুমকেতুর সন্ধান পাওয়া সম্ভব হয়। আপনি টেলিস্কোপের সহায়তা ব্যতীত তা কখনো দেখতে পারবেন না। বিজ্ঞানীরা ভাবছেন যে এ বিশেষ ধুমকেতুটি বেশ উজ্জ্বল হবে।
জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপের মাধ্যমে ধুমকেতুটির দিকে নজর রাখছেন। এটি ক্রমাগত উজ্জ্বল হতে থাকলেও বর্তমানে এর রং কিছুটা সবুজাভ মনে হচ্ছে। মনে হচ্ছে যে, এক ফেব্রুয়ারি ধুমকেতুটি পৃথিবীর কাছের দিয়ে অতিক্রম করবে।
ঐদিন রাত বারোটার দিকে পৃথিবীর সবথেকে নিকটে থাকবে এ বিশেষ ধুমকেতুটি। এর আগে এটি মঙ্গল গ্রহকে অতিক্রম করে এদিকে আসবে। সি/২০২২ ই৩ বা জেডটিএফ ধূমকেতু এরপর হয়ত কখনও পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



