একের পর এক ইনজুরিতে পাঁচ বছর ক্রিকেটের বাইরে ছিলেন জোফরা আর্চার। বারবার চোটে পড়ায় লম্বা সময় ধরে বিশ্বকাপজয়ী ডানহাতি পেসারকে খেলতে দেখাই যায়নি। অবশেষে চলতি বছর সুস্থ হয়ে মাঠে ফিরেছেন। সেরা ছন্দে না ফিরলেও এই ইংলিশ ক্রিকেটারকে আগামী আইপিএলে দেখা যেতে পারে।
আইপিএলের আসন্ন আসরের মেগা নিলামে আর্চার নাম জমা দিয়েছিলেন।চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে যায় তার নাম। তবে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহে আবারো তাকে নিলামের তালিকায় ফেরানো হয়। কোন দল তাকে কিনছে, সেটা জানতে অপেক্ষায় থাকতে হবে।
নিলামে নিজের নাম ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিবন্ধন করেছিলেন আর্চার। পেস বোলারদের প্রথম সেটে ৭ পেসারের মধ্যে তিনি আছেন। চোটে থাকলেও কেন্দ্রীয় চুক্তিতে তাকে রেখেছে ইসিবি। আগামী সেপ্টেম্বর পর্যন্ত সেই চুক্তি কার্যকর থাকবে। ইসিবি এরই মধ্যে তাদের শীর্ষ সব ক্রিকেটারকেই আইপিএলের আগামী তিন আসরের জন্য উন্মুক্ত করেছে।
২০২১ সালের শুরু থেকে টেস্ট ক্রিকেটে খেলেননি আর্চার। তবে ইসিবি আশাবাদী আগামী বছর ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার সাদা পোশাকে ফিরতে পারবেন এই ডানহাতি পেসার। আগামী বছর আইপিএলে খেললে তার কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুতে সাসেক্সের হয়ে খেলার সম্ভাবনা কমে যাবে।
এর আগে ২০২২ সালের নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স আর্চারকে ৮ কোটি রুপিতে কিনেছিল। যদিও চোটের কারণে সেবার কোনো ম্যাচেই খেলেননি। ২০২৩ সালে মুম্বাইয়ের হয়ে পাঁচটি ম্যাচ খেলে আর্চার মাত্র দুটি উইকেট নেন। অথচ ২০২০ আইপিএলের অন্যতম সেরা পারফর্মার হসেবে রাজস্থান রয়্যালসের হয়ে ২০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।