টেস্ট ক্রিকেট সাধারণত ৫ দিনের হয়। টানা ৫ দিনের খেলার পর ফল নির্ধারিত হয়। এবার ৬ দিনের টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড। অবশ্য ম্যাচে খেলা হবে মোট ৫ দিনই। মাঝে এক দিন থাকবে রেস্ট ডে।
দুই টেস্টের সিরিজের সূচি শুক্রবার প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট। প্রথম ম্যাচ শুরু আগামী ১৮ সেপ্টেম্বর। এই টেস্টের মাঝে ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচন। তাই দিনটিতে হবে না খেলা।
টেস্ট ক্রিকেটে এমন ঘটনা সবশেষ দেখা গিয়েছিল ২০০৮ সালে। বাংলাদেশের সংসদ নির্বাচনের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের মাঝে ২৯ ডিসেম্বর ‘রেস্ট ডে’ রাখা হয়েছিল।
আর ২০ বছরেরও বেশি সময় পর শ্রীলঙ্কার ঘরের মাঠের কোনো টেস্ট হচ্ছে ছয় দিন ব্যাপী। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্টের মাঝে লঙ্কানদের স্থানীয় পোয়া ডে (পূর্ণিমা) পড়ায় সেদিন খেলা হয়নি।
গত শতাব্দীতে টেস্ট ক্রিকেটে ‘রেস্ট ডে’ ছিল নিয়মিত ঘটনা। ইংল্যান্ডে অনেক ম্যাচ ছয় দিন ধরে খেলা হতো। আর প্রায়ই রোববার হতো না খেলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।