লাইফস্টাইল ডেস্ক : আপনি কি চান আপনার গোলাপ ফুল একেবারে ভরে থাকুক সমস্ত সময় ধরে অর্থাৎ সব ঋতুতেই একেবারে আপনার বাগানের ম ম করুক গোলাপের মিষ্টি গন্ধে। কয়েকটা টিপস মেনে চলতে পারলেই কিন্তু আপনার বাগানের গোলাপ গাছে ভর্তি হয়ে উঠবে গোলাপের ফুল।
Table of Contents
মাটি প্রস্তুত
প্রথমেই আপনাকে যা করতে হবে, তা হল মাটি প্রস্তুত করতে হবে গোলাপ গাছের উপযুক্ত মাটি হল এঁটেল অবশ্যই গোলাপ গাছ কে এঁটেল মাটি দেবেন।
পানি সেচ
চারা বসানোর পর কমপক্ষে ২-৩ বার পানি সেচ দিতে হবে। পানি সেচের সময় খেয়াল রাখতে হবে যেন চারা গাছের গোড়ায় পানি না জমে। জানেনইতো জমে থাকা জলে ডেঙ্গু মশা ডিম্ পাড়ে। যে পাত্রে আপনি মাটিতে দিচ্ছেন সে পাত্রে যেন জল নিকাশি ব্যবস্থা ভীষণ ভালো থাকে।
চারাগুলোকে প্রথম অবস্থায় ৩/৪ ঘন্টা সূর্যের আলোতে রাখা ভালো এবং ধীরে ধীরে সেটা ৬-৮ ঘন্টা পর্যন্ত বাড়ানো যেতে পারে। গাছগুলোতে যখন কুঁড়ি আসবে তখন সকাল সন্ধ্যা দুবেলা ঝর্ণার মতো সেচ পাম্প দিয়ে পুরো গাছটিকে ভিজিয়ে দিলে অধিক ফুল পাওয়া যায়।
সার প্রয়োগ
অতঃপর চারা বসানোর ১ মাস পর থেকে ১৫ দিন বা ১ মাস পর পর সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগের নিয়ম নিম্নে পয়েন্ট আকারে দেওয়া হলো
গাছ ছাঁটাই
গাছের ফুল দেওয়া শেষ হলে গাছগুলোকে কেটে ছাঁটাই করা উচিৎ। সাধারণত অক্টবর – নভেম্বর মাসে ৮-১০ ইঞ্চি পর্যন্ত বড় রেখে ডালগুলোকে ছাঁটাই করা হয়ে থাকে। ছাঁটাইয়ের পর ডাইব্যাক নামক রোগের সংক্রমণ দেখা যেতে পারে। তাই ছাঁটাইয়ের আগে ও পরে কীটনাশক ও ছত্রাকনাশক ঔষধ প্রয়োগ করা ভালো।
পোকামাকড় দমন
পোকামাকড় হতে সাবধানতা অবলম্বন করতে হবে। পোকা দেখামাত্র সেগুলোকে মেরে ফেলতে হবে বা সেটা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় কখনোই যেন পানি না জমে। জমিতে গোলাপ চাষ পয়েন্টে বিভিন্ন পোকামাকড় দমনের একটি চার্ট দেওয়া হয়েছে।
চিহ্নিত হয়েছে ‘দুর্বল’ ১০ ব্যাংক, তালিকায় প্রথম যে ব্যাংকের নাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।