স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখলো টাইগাররা। বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ব্যাটে-বলের লড়াইয়ে চরম ব্যর্থতায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলে ইংল্যান্ড। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে ৪৮.২ ওভারে মাত্র ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
বিশ্বকাপের দামামার মাঝেই বিশ্বের অন্যতম জনপ্রিয় পটেটো চিপস ব্র্যান্ড লেইসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন টাইগার পোস্টারবয় সাকিব আল হাসান। নতুন ক্যাম্পেইনে তারা বাংলাদেশে তৈরি লেইস চিপসের প্রতি তাদের মুগ্ধতার কথা ভক্ত সমর্থকদের সামনে তুলে ধরেন।
সাকিব ছাড়াও লেইসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন আরও দুই টাইগার ক্রিকেটার- সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। আসন্ন ক্যাম্পেইনে এই তিন ক্রিকেটার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোয় লেইসের পণ্য নিয়ে প্রচারণা চালাবেন।
পেপসিকোর বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার কান্ট্রি ম্যানেজার (ফুডস) প্রণব মেহতা বলেন, ‘সাকিব, সৌম্য, তাসকিনকে নিয়ে আমাদের নতুন ক্যাম্পেইন “লেই’স মেক ইন বাংলাদেশ” শুরু করতে পেরে আনন্দিত। বিজ্ঞাপনটিতে বাংলাদেশে লেই’সের যাত্রা শুরুর বিষয়টি তুলে ধরা হয়েছে।’
নতুন ক্যাম্পেইন সম্পর্কে সাকিব বলেন, ‘লেই’সের সঙ্গে আমার জীবনের বিভিন্ন মজার ও আনন্দঘন মুহূর্ত জড়িত। লাখ লাখ মানুষের পছন্দের চিপস বাংলাদেশে প্রস্তুত হচ্ছে জানতে পেরে আমি আনন্দিত। একই সঙ্গে এটির সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে অত্যন্ত গর্বিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।