ইসরায়েলবিরোধী বিক্ষোভ করার এক সপ্তাহ পর ইসলামি রাজনৈতিক দল তেহরিক-ই লাব্বাইককে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পাকিস্তানের মন্ত্রিসভায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ধর্মীয় ডানপন্থী এ দলটিকে নিষিদ্ধ করা হয়। খবর বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, টিএলপি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত।
তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে দলটি অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্ত অসাংবিধানিক, প্রতিশোধমূলক, অবৈধ ও স্বৈরাচারী।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধের অবসানের জন্য যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার আগে তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান দলের অনুসারীরা ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিলের জন্য রাস্তায় নেমেছিল। বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় অন্তত পাঁচজন। এরপরই দলটি নিষিদ্ধের দাবি ওঠে।
বিগত চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো একটি ইসলামপন্থী দলকে নিষিদ্ধ করল পাকিস্তান সরকার।
সুন্নি মুসলিম সংগঠনটি ২০১১ সালে একটি ‘প্রেশার গ্রুপ’ হিসেবে চালু হয়েছিল। ২০১৬ সালে রাজনীতিতে প্রবেশ করে এবং ২০১৮ সালের নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পেয়ে চতুর্থ বৃহত্তম দল হয়ে ওঠে।
টিএলপি নিয়মিত গণসমাবেশ করে। প্রধানত গাজা থেকে শুরু করে ধর্মীয় ও রাজনৈতিক বিষয়গুলোর ওপর দৃষ্টি রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



