স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মাঠে নামলেই এক অনন্য রেকর্ডে নাম লেখাবেন ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস। এছাড়াও, যদি আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে ফ্রান্স তাহলে প্রথম অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ জেতার রেকর্ডও গড়বেন লরিস।
ইনজুরি জর্জরিত ফ্রান্সকে নিয়ে কেউ তেমন আশাই দেখেনি যে তারা বিশ্বকাপের ফাইনালে খেলবে দ্বিতীয়বারের মতো। তবে ফ্রান্স দেখিয়ে দিয়েছে বেনজেমা-পগবারা না থাকলেও তাদের সামর্থ্য আছে ফাইনালে খেলার। আর এই ফ্রান্সকে নেতৃত্ব দিয়ে এতোদূর পর্যন্ত এনেছেন দলের অধিনায়ক হুগো লরিস। যিনি বিশ্বকাপের ফাইনালে নামলেই গড়বেন ইতিহাস।
রোববার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামলেই বিশ্বকাপে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন লরিস। বিশ্বকাপে ১৯ ম্যাচ খেলে এখন এই রেকর্ডটা লরিসের সঙ্গে যৌথভাবে আছেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নামলেই রেকর্ডটা নিজের করে নিবেন ফরাসি অধিনায়ক।
এদিকে আরেকটি রেকর্ডের হাতছানি লরিসের সামনে। লরিসের সামনে প্রথম অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের হাতছানি। তার নেতৃত্বেই গত আসরে বৈশ্বিক শিরোপা ঘরে তুলেছিল ফ্রান্স।
সম্ভবত এটাই লরিসের শেষ বিশ্বকাপ। ৩৫ বছর বয়সী লরিসের জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ২০০৮ সালে। এখন পর্যন্ত ১৪৪ ম্যাচ খেলেছেন জাতীয় দলের জার্সি গায়ে। এই বিশ্বকাপেই আন্তর্জাতিক ফুটবলে লিলিয়ান থুরামের ১৪২ ম্যাচের রেকর্ড ভেঙেছেন লরিস।
ইতিহাস গড়া হলো না মরক্কোর, তৃতীয় হওয়ার লড়াইয়ে জিতলো ক্রোয়েশিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।