জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক গুরুতর অসুস্থ। মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এই কিংবদন্তি ক্রিকেটার।
ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হিথ স্ট্রিকের পরিবার বর্তমানে তার আরোগ্যের জন্য সকলের নিকট প্রার্থনা কামনা করেছেন। জিম্বাবুয়ের সাবেক শিক্ষামন্ত্রী ডেভিড কোলটার্টও এক বিবৃতিতে কিংবদন্তি এই ক্রিকেটারের গুরুতর অসুস্থতার কথা জানান।
তিনি বলেন, জিম্বাবুয়ের ক্রিকেট যোদ্ধার জন্য সকলের প্রার্থনা চাই। জিম্বাবুয়ের অন্যতম সেরা ক্রিকেটার হিথ স্ট্রিক খুবই অসুস্থ। আমরা সবাই তার ও তার পরিবারের জন্য অনুগ্রহ করে প্রার্থনা করবো।
জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেন, হিথ স্ট্রিক সম্ভবত জীবনের শেষ পর্যায়ে রয়েছে। তার পরিবার তাকে নিয়ে ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকার পথে রয়েছে। মনে হচ্ছে অলৌকিক কিছুই তাকে কেবল বাঁচাতে পারে।
১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় স্ট্রিকের। জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯টি ওয়ানডে ম্যাচ এবং ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১৯৯০ রান এবং ২১৬টি উইকেট রয়েছে এই কিংবদন্তি ক্রিকেটারের। ওয়ানডে ফরম্যাটে ২৯৪৩ রান এবং ২৩৯টি উইকেট রয়েছে তার। ২০১৪ সালে টাইগারদের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান এবং ২০১৬ সাল অবধি বাংলাদেশে কাজ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।