যে রোগে আক্রান্ত হলে উটকে বিষধর সাপ খাওয়ানো হয়

Camels

উটকে বলা হয় মরুভূমির জাহাজ। মরুভূমিতে দিনের পর দিন পানি না খেয়ে দিব্যি সময় কাটাতে পারে এই প্রাণীটি। তবে, উটের সম্পর্কে একটি তথ্য জানলে আপনি অবাক হবেন। উটের হায়াম নামক এমন একটি রোগ আছে যেই রোগ হলে উটকে খাওয়ানো হয় জীবন্ত সাপ। এ নিয়ে বিস্তারিত তথ্য আজ আপনাদের জন্য তুলে ধরা হবে।

Camels

হায়াম শব্দের অর্থ সাপকে জীবিত গিলে ফেলা। হায়াম রোগে আক্রান্ত উট খাওয়া-দাওয়া একদম ছেড়ে দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। মধ্যপ্রাচ্যে প্রচলিত বিশ্বাস রয়েছে যে, এ রোগের সুস্থতা রয়েছে জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে। তবে সেটা হতে হবে কিং-কোবরা অথবা ভয়ংকর পাইথনের মতো বিষধর সাপ।

এ অবস্থায় অনেক সময় উট নিজ থেকেই সাপ খেয়ে ফেলে। সাপ গিলে ফেলার পরেই উটের তৃষ্ণা বাড়তে থাকে এবং আট ঘণ্টা এ অবস্থায় থাকার পর সাপের বিষের কারণে উটের চোখ থেকে অঝোর ধারায় পানি বের হতে থাকে। এরপর সাপের বিষের প্রভার উটের গোটা শরীরে ছড়িয়ে পড়ে।

এক সময় বিষের প্রভাব কমতে শুরু করলে উটও ভালো হতে শুরু করে। কয়েক দিনের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠে উটটি। তবে উটের এ রোগের ব্যাপারে গবেষণা করে এখনো পর্যন্ত কোন উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেননি বিশেষজ্ঞরা।