বিনোদন ডেস্ক: প্রভাস নামটি বিনোদনপ্রেমীদের কাছে এক কথায় এক সুপারহিরোর নাম। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান প্রভাস। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতাকে। বর্তমানে ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা তিনি। সিনেমার জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা। লন্ডনে মাদাম তুসোর মিউজিয়ামে তাঁর মোমের মূর্তিও রয়েছে।
ব্যক্তিগত জীবনে এই অভিনেতা বেশ শৌখিন। তার রয়েছে বিলাসবহুল বাড়ি-গাড়ি। মুম্বাইয়ে ব্যয়বহুল একটি বাংলো কিনেছেন তিনি। হায়দরাবাদের জুবিলি হিলসে রয়েছে প্রভাসের বিলাসবহুল একটি বাংলো। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ কোটি রুপি। হায়দরাবাদে আরেকটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন ‘ইয়ং রেবেল’খ্যাত এই তারকা।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, হায়দরাবাদের নানকরামগুড়ায় দুই একর জমি কিনেছেন প্রভাস। যার মূল্য ১২০ কোটি রুপি। এই জমিতে দৃষ্টিনন্দন একটি বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি। বাড়ি নির্মাণ বাবদ ব্যয় করবেন ৮০ কোটি রুপি। অর্থাৎ বিলাসবহুল এ বাড়ির জন্য মোট ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২৬ কোটি ৯১ লাখ ১২ হাজার ৪৮০ টাকা) ব্যয় করবেন এই তারকা।
তাছাড়া প্রভাসের সংগ্রহে রয়েছে ৭৩ লক্ষ টাকা মূল্যের বিএমডব্লিউ এক্সথ্রিএম গাড়ি। এছাড়াও দুই কোটি টাকার কিছু বেশি মূল্যের একটি জাগুয়ার রয়েছে অভিনেতার। কিছুদিন আগেই কিনেছেন ছয় কোটি টাকার একটি ল্যাম্বারগিনি।
দক্ষিণ ভারতীয়দের মধ্যে সোনার গয়নার বহুল প্রচলন। প্রভাসের সংগ্রহে বিভিন্ন দামি ধাতুর গয়না রয়েছে।
শুধু ভারতে নয়। শোনা যায় ভারতের বাইরে বিদেশেও প্রভাসের একাধিক বাড়ি রয়েছে। নতুন মডেলের মোবাইল এবং ক্যামেরা প্রভাস পছন্দ করেন। তাঁর সংগ্রহের এই দুটি জিনিসও বেশ মূল্যবান। বিদেশী মডেলের ঘড়ির প্রতি প্রভাসের আগ্রহ রয়েছে। শোনা যায় প্রচুর দামি ঘড়ি রয়েছে তাঁর সংগ্রহে।
সিনেমার জন্য প্রায়ই নিজের শারীরিক গড়নে পরিবর্তন আনেন প্রভাস। এজন্য নিয়মিত ব্যায়াম করেন তিনি। এই অভিনেতার সুসজ্জিত নিজস্ব একটি জিম রয়েছে। এটি তার বাড়িতেই অবস্থিত। এতে প্রায় ১.৫ কোটি রুপির ব্যায়ামের যন্ত্রপাতি রয়েছে।
কিছুদিন আগে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষ করেছেন প্রভাস। বেশ আগে ‘প্রভাস২১’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষে সিনেমার শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু লকডাউনের সময়ে ‘আদিপুরুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। আগামী বছরের শুরুতে এ সিনেমার শুটিং মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।