করোনাভাইরাসের সংক্রমণে যেন কেউ যাচ্ছে না বাদ। যার কারণে ক্যালিফোর্নিয়ার মেরিন কাউন্টির একটি শহরের সব বাসিন্দার করোনাভাইরাস পরীক্ষা শুরু করেছে গবেষকরা।
সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন করোনাভাইরাস ও এর অ্যান্টিবডি শনাক্তে সমুদ্র তীরবর্তী শহর বলিনাসের বাসিন্দাদের শ্লেষ্মা ও রক্তের নমুনা পরীক্ষা শুরু করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর হাতে গোনা যে কয়েকটি শহরে সব বাসিন্দার নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে, সিলিকন ভ্যালির নিকটবর্তী বলিনাস তার অন্যতম।
সম্পদশালী এ শহরটির কর্তৃপক্ষ এক হাজার ৬৮০ জন বাসিন্দার সবার নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেছে। এ পরীক্ষায় ক্যালিফোর্নিয়া-সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয় (ইউসিএসএফ) তাদের সহযোগিতা করছে।
বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক ড. এনর সয়ার জানান, মহাসড়ক থেকে তিন কিলোমিটার দূরের এই শহরটি অবস্থানগতভাবে কিছুটা বিচ্ছিন্ন, রোগটি কীভাবে ছড়িয়ে পড়ছে তা বোঝার জন্য এ ধরনের একটি শহরই উপযুক্ত স্থান।
করোনাভাইরাস শনাক্তে কেবল বলিনাস শহরেই সব বাসিন্দার পরীক্ষা হচ্ছে, তা নয়। কলোরাডোর টেলুরাইড ও ফ্লোরিডার ফিশার আইল্যান্ডও তাদের সব বাসিন্দার কোভিড-১৯ পরীক্ষা করাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।