কয়েক মাস আগে সাইফ আলি খানের উপর হামলার ঘটনা নিয়ে উর্বশী রাউতেলার এক মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। এবার শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা করে বিপাকে পড়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বুদ্ধির জন্য প্রশংসিত হন শাহরুখ। তার ছবির প্রচারের কৌশলও প্রশংসিত বিভিন্ন ক্ষেত্রে। উর্বশীর দাবি, এই বিষয়ে শাহরুখের পরেই তার নাম উঠে আসে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এক অনুষ্ঠান সঞ্চালক প্রশ্নের জবাবে এ নায়িকা বলেন, ‘মানুষ এই সব বলছে হয়তো। তবে তারা এটাও বলছে, শাহরুখ খানের পরে উর্বশী রৌতেলাই সেরা প্রচারক।’ উর্বশীর এই মন্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।
একজন লিখেছেন, ‘খুবই অদ্ভুত ও। কিন্তু এর কথাবার্তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে।’ আর একজন খোঁচা দিয়ে লিখেছেন, ‘উর্বশী অন্তত নিজেকে শাহরুখের আগে রাখেননি। কোনও বিষয়ে তো নিজেকে তিনি দ্বিতীয় নম্বরে রাখলেন। না হলে তো নিজেকেই শীর্ষে রাখেন।’
এই সাক্ষাৎকারেও একই ধারা বজায় রেখে ‘ডাকু মহারাজ’ ছবি নিয়ে কথা বলেছেন উর্বশী। নিজের ছবির ভূয়সী প্রশংসা করতে গিয়ে উর্বশী বলেন, ‘ব্যবসার নিরিখে ২০২৫-এর অন্যতম ছবি হল ডাকু মহারাজ। এই ছবির জন্যই আইএমডিবি-তে আমি এক নম্বর তারকা।’
তিনি এই মন্তব্যের জন্য নেটপাড়ায় হাসির খোরাক হন। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি এগুলো বেশি দেখি না। দেখলে আমার মনের উপর প্রভাব পড়ে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।