টালিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দেব। ক্যারিয়ারে এখন পর্যন্ত বহু সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি, যা এখনও চলমান। একের পর এক চরিত্রে কাজ করে নিজের ঝলক দেখাচ্ছেন এই অভিনেতা। এবার শোনা যাচ্ছে, পরিচালনায় আসছেন দেব।
নতুন বছরে ‘রঘু ডাকাত’ সিনেমা দিয়ে নাকি পরিচালনায় নাম লেখাবেন অভিনেতা। যদিও এখনও বিষয়টি নিয়ে দেব নিজে কোনো কথা বলেননি। তবে এমন গুঞ্জনে ভীষণ উচ্ছ্বসিত অভিনেতার ভক্তরা। প্রিয় তারকাকে পরিচালনায় দেখতে এখন থেকেই যেন মুখিয়ে রয়েছেন তারা।
‘খাদান’ সিনেমা দিয়ে দেবের মুকুটে যোগ হলো আরও একটি পালক। এই সিনেমার সৃজনশীল পরিচালক তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেবের প্রযোজনা সংস্থা শেয়ার করেছে অভিনেতার সৃজনশীল পরিচালনার কিছু মুহূর্ত।
যেখানে স্পষ্ট দেখা যায়, সৃজনশীল পরিচালকের ভূমিকাতেও সাবলীল দেব। ক্ল্যাপস্টিক দিয়ে শুটিংয়ের শুরু থেকে সহঅভিনেতাদের দৃশ্য বুঝিয়ে দেওয়া, প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার আগে আলোচনা— কোনো কিছুই বাদ দেননি সৃজনশীল নির্মাতা দেব। আর সৃজনশীল পরিচালক হিসাবে তিনি একশতে একশ, সে কথাই জানিয়েছেন তার সহকর্মীরাও।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও সামলাচ্ছেন দেব। প্রয়োজনে সেটে ট্রলি ঠেলেছেন দেব। এমনকি চেয়ার বয়ে দিয়েছেন। সৃজনশীল পরিচালকের দায়িত্ব কাঁধে তোলার পর যেন আরও পরিশ্রমী হয়ে উঠেছেন দেব।
এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক সাক্ষাৎকারে ‘খাদান’ সিনেমার নির্মাতা বলেন, প্রথম দিন থেকে দেব সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর খুঁটিনাটি থেকে নিজের অভিনয়, প্রযোজনা— অদ্ভুত দক্ষতায় সামলেছেন তিনি।
তিনি আরও বলেন, দেব আমার কাঁধে কাঁধ মিলিয়েছেন। পাশে ছিলেন এটাই মস্ত ভরসা। কোনো ব্যাপারে অকারণে নাক গলাননি। এটি তার অনেক বড় একটা গুণ। সেই জায়গা থেকে সিনেমা মুক্তির দিন পর্যন্ত দুশ্চিন্তায় রাত জেগেছেন সুজিত। এখন কিছুটা হলেও নিশ্চিন্ত।
সৃজনশীল পরিচালক হিসাবে দেবের প্রথম সিনেমাই সফল। তবে কি এবার সরাসরি নির্মাণের ভূমিকায় নামবেন দেব? ‘রঘু ডাকাত’কি তিনিই পরিচালনা করবেন? প্রশ্ন শুনেই জবাবে সুজিত জানালেন, এর উত্তর সময়ের ওপরেই ছেড়ে দেওয়া ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।