রিলিজ হওয়ার আগে নাথিং ফোন ওয়ান নিয়ে মানুষের জল্পনা অনেক বেশি ছিল। বাজারে আসার পর মানুষ নানা কারণে স্মার্টফোনটির প্রতি আগ্রহ হারাচ্ছে।
Table of Contents
শুধু ডিজাইন এবং পেছনের লাইটিং এফেক্ট এর জন্য মানুষ চওড়া দাম দিয়ে এটি কিনবে কিনা বিষয়টি অনিশ্চয়তা তৈরি করেছে। নাথিং ফর ওয়ানের দাম বাংলাদেশে ৬৭ হাজার টাকা এবং ভারতের ৩২ হাজার রুপি।
আজ সাতটি স্মার্টফোনের বিবরণ দেওয়া হবে যেগুলো নাথিং ফোন ওয়ানের বিকল্প হতে পারে।
OnePlus Nord 2T
স্মার্টফোনটির দাম নাথিং ফোন ওয়ান থেকে কম। ফোনটির সাইজ ৬.৬২ ইঞ্চি। ডিসপ্লেটি এমোলেড প্যানেলের। প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইভারর্সিটি ১৩০০। র্যাম হচ্ছে ১২ জিবি এবং স্টোরেজ ২৫৬ জিবি। ব্যাটারি হচ্ছে ৪৫০০ মেগাহার্জের। মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। ভারতে এটির দাম ২৯ হাজার রুপি। বাংলাদেশের স্মার্টফোনের দাম ৩৯ হাজার টাকা।
iQOO Neo 6
আইকিউ নিও সিক্স স্মার্টফোনটি মোবাইল গেমারদের জন্য ভালো হবে। প্রসেসর ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে এড্রেনো ৬৫০। র্যাম ১২ জিবি এবং স্টোরেজ ২৫৬ জিবি। ডিসপ্লে এর সাইজ ৬.৬২ ইঞ্চি। ব্যাটারি ৪৭০০ মেগাহার্জ। স্মার্টফোনটির মেইন ক্যামেরা হচ্ছে ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। ভারতে স্মার্ট ফোনের দাম ৩০ হাজার রুপি এবং বাংলাদেশে এটার দাম ৪০ হাজার টাকা।
Poco F4 5G
স্মার্টফোনটির ডিসপ্লে এর সাইজ ৬.৬৭ ইঞ্চি। এটি ফুল এইচডি রেজুলেশন সাপোর্ট করে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০। এড্রেনো ৬৫০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। র্যাম ব্যবহার রয়েছে ১২ জিবি এবং স্টোরেজ হচ্ছে ২৫৬ জিবি স্টোরেজ। পেছনের ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল এবং সাথে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ৪৫০০ মেগাহার্জের ব্যাটারি পেয়ে যাবেন। ভারতে স্মার্টফোনটির দাম ৩০ হাজার রুপি এবং বাংলা দেশে ৩৬ হাজার টাকা ।
Samsung Galaxy A53 5G
স্মার্টফোনটিতে আপনি ফাইভ-জি এর ফিচার পাবেন। প্রসেসর হিসেবে জায়নোস ১২৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। জিপিউ হিসেবে এড্রেনো ৬৫০ ইনস্টল করা হয়েছে। র্যাম ৮ জিবি এবং স্টোরেজ হচ্ছে ১২৮ জিবি। ৫০০০ মেগাহার্জের ব্যাটারি পেয়ে যাবেন। এটির মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইনস্টল করা আছে। স্মার্টফোনটির দাম ভারতে ৩৫ হাজার রুপি এবং বাংলাদেশে ৪২ হাজার টাকা।
Motorola Edge 30
প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস। আট জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ইন্সটল করা আছে। ফোনটির মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল ইনস্টল করা হয়েছে। ৪২০০ মেগাহার্জের ব্যাটারি ইন্সটল করা আছে। ভারতে স্মার্টফোনটির দাম ৩০ হাজার রুপি এবং বাংলাদেশে ৩৬ হাজার টাকা।
চওড়া দামের কারণে নাথিং ফোন নিতে না চাইলে উপরে আলোচনা করা এই পাঁচটি স্মার্টফোন আপনি বিবেচনায় রাখতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।