আইফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়? সারা দিন আইফোন চালু রাখতে গিয়ে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে? নেপথ্যে চলা একাধিক অ্যাপ্লিকেশন, ক্রমাগত নোটিফিকেশন, একই ফোনে ‘সিরি’ আর শ্রীমতীর ভারসাম্য রাখতে গিয়ে জেরবার অবস্থা? আইফোনের ব্যাটারির আয়ু বৃদ্ধির জন্য তাই ‘পুষ্টির’ খোঁজ করি আমরা। প্রয়োজনীয় কাজ না বন্ধ করেও বেশ কয়েকটি সেটিংস পরিবর্তন করে আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব। আইফোনের ব্যাটারি-জীবন উন্নত করতে দশটি উপায় মেনে চলতে পারেন।
১. লো পাওয়ার মোড
এটা ব্যাটারি বাঁচানোর সব সেটিংসের শর্টকাট বলা যেতে পারে। লো পাওয়ার মোড অন করলে একসঙ্গে ফোনের বহু ‘ব্যাটারিখেকো’ ফিচার বন্ধ হয়ে যাবে। এমনকি ফোনের প্রসেসরও অপ্রয়োজনে অতিরিক্ত শক্তি খরচ করবে না। ফলস্বরূপ ব্যাটারির ‘মুখের হাসি’ দীর্ঘস্থায়ী হবে।
২. টাইপ করার হেপটিক ফিডব্যাক বন্ধ করুন
টাইপ করার সময় হেপটিক ফিডব্যাক ডিসেবল করুন। হেপটিক ফিডব্যাকের ভাইব্রেটর প্রতি বার টাইপ করার সময় অতিরিক্ত ব্যাটারি খরচ করে। কী ভাবে করতে হবে: সেটিংস> সাউন্ড এবং হ্যাপটিক্স> কিবোর্ড ফিডব্যাকে নেভিগেট করে ‘হ্যাপটিক্স’ বন্ধ করুন।
৩. ‘হে সিরি’ ডিটেকশন বন্ধ করুন
আপনি যদি নিয়মিত সিরি ব্যবহার না করেন, তবে আপনার আইফোনের সর্বদা ‘হে সিরি’ কমান্ড শোনার প্রয়োজন নেই। আপনার হাঁকডাক শোনার কাজ থেকে তাকে সাময়িক ছুটি দিন।
৪. ঘন ঘন নোটিফিকেশন আসা বন্ধ করুন:
নোটিফিকেশনের সংখ্যা কমান। ঘন ঘন নোটিফিকেশন আপনার স্ক্রিন বার বার অন করে। এমনকি বার বার নোটিফিকেশনের আওয়াজ ব্যাটারি ব্যাকআপে প্রভাব ফেলে। শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন অন রাখুন। কী ভাবে করবেন: সেটিংস> যে অ্যাপের নোটিফিকেশন অফ করতে চান সেটি সিলেক্ট করুন> নোটিফিকেশনে যান> অপ্রয়োজনীয় নোটিফিকেশন অফ করুন।
৫. কাছাকাছি এয়ারড্রপ শেয়ারিং বন্ধ করুন
এই ফিচারটি ফাইল শেয়ার করার জন্য কাছাকাছি কোনও ডিভাইস আছে কি না সার্চ করতে থাকে। বিশেষ করে জনাকীর্ণ এলাকায় দ্রুত ব্যাটারি খরচ হয় এই ফিচারের জন্য। কী ভাবে বন্ধ করবেন: সেটিংস>জেনারেল> এয়ারড্রপে গিয়ে ‘ব্রিংগিং ডিভাইসেস টুগেদার’ বন্ধ করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।