নিজস্ব প্রতিবেদক: ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ (১৭ মে) বিকালে রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেন ভিসতা পরিবার।
অনুষ্ঠানে বলা হয়, ‘নিরাপদ সড়ক চাই নামে একটি সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্র, মানুষের জন্য সামাজিক আন্দোলন, পণ্যের প্রচার-প্রসার এবং নেতৃত্বসহ সব ক্ষেত্রেই তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। উদ্যোক্তা পরিচালক হিসেবেও তিনি সফল হবেন বলে ভিসতা পরিবারের প্রত্যাশা।’
‘গ্র্যান্ড রিসিপশন টু ইলিয়াস কাঞ্চন’ শীর্ষক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক প্রকৌশলী মো. মইনুল হক ও উদয় হাকিম, এইচভ্যাক এর পরিচালক প্রকৌশলী মো. শহীদ উল্লাহ এবং ভিসতার হেড অব মার্কেটিং তানভীর জিহাদ।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর আগে ওয়ালটনের ব্র্যান্ড এ্যাম্বাসেডর ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ভিসতায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে তিনি গণমাধ্যমকে জানান, ‘২০০৫ সালে আমি ওয়ালটনে যোগ দিয়েছিলাম। সারা দেশের মানুষ তখন জানতো আমি ওয়ালটনের একজন মালিক। কিন্তু ব্যাপারটা সেরকম ছিল না। ওয়ালটনের প্রতিটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত হতাম এবং প্রথমে গিয়ে বলতাম নিরাপদ সড়ক আন্দোলনের কথা। কিন্তু ওয়ালটন নিরাপদ সড়ক আন্দোলনের বিষয় থেকে সরে আসলো এবং আমিও সরে দাঁড়ালাম।’
২০২১ সালের জানুয়ারিতে ভিসতা ইলেকট্রনিক্সের যাত্রা শুরু। গাজীপুরে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব কারখানা। সেখানে অ্যান্ড্রয়েড এবং বিভিন্ন ধরনের টিভি উৎপাদন চলছে। চলতি বছরের মধ্যেই হোম অ্যাপ্লায়েন্স এবং এসি উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে ভিসতার। এরপর স্মার্ট রেফ্রিজারেটর উৎপাদনে যাবে ভিসতা।
এছাড়া মাল্টিমিডি য়া প্রজেক্টর, বিভিন্ন ধরনের মনিটর, ভিডিও ওয়াল, ডিজিটাল সাইনেজ, ডিজিটাল হোয়াইট বোর্ড, রাউটার, ল্যাপটপ, স্মার্ট মিরর, মেডিকেল ডিসপ্লে, ভিজারএফ এসি, এসেক্সরিজসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য বাজারজাত করতে যাচ্ছে ভিসতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।