বিনোদন ডেস্ক : ২০১৯-২০ সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হয়েছে তারমধ্যে ‘আশীর্বাদ’ একটি। অনুদানের এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। চলচ্চিত্র অনুদান পাওয়ার পর থেকেই আলোচনায় আসে ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের অভিনেতা- অভিনেত্রী নিয়ে।
শুরুতে অনেক নাম শোনা গেলেও অবশেষে অপু বিশ্বাসকে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে চূড়ান্ত ভাবে ‘আশীর্বাদ’ এর অভিনেত্রী নিশ্চিত করলেন প্রযোজক জেনিফার ফেরদৌস।
এদিকে আরেকটি নতুন ছবিতে অপু বিশ্বাসকে দেখতে পাবেন তার ভক্তরা। জানা গেছে, ডিএ তায়েবের নতুন ছবির নাম ‘দেহ ঘড়ি’। আর এ ছবিতে তার নায়িকা থাকবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ইতোমধ্যেই ‘দেহ ঘড়ি’ ছবির ব্যাপারে অপুর সঙ্গে কথাবার্তা চূড়ান্তও হয়েছে।
ডিএ তায়েব বলেন, অপু বিশ্বাসের সঙ্গে সিনেমাটি করার বিষয়ে মৌখিকভাবে কথা হয়েছে। তিনি ছবিতে কাজ করতে আগ্রহী রয়েছেন। আগামি মাস থেকে আমরা শুটিংয়ে যেতে চাই। পরিচালক কে হবেন তাও শিগগিরই চূড়ান্ত করবো
অপু বিশ্বাস বলেন, ‘আমার পছন্দের একজন মানুষ বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি (উপ মহাপরিদর্শক) হাবিবুর রহমান ভাই। কনসেপ্টটা তার, তিনি চাচ্ছিলেন আমি এই ছবিতে কাজ করি। তাই মৌখিকভাবে সিনেমাটি কাজ করার জন্য চূড়ান্ত হয়েছি। খুব শিগগিরেই এই ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হব।’
ছবির মূল গল্প যৌনপল্লির বাসিন্দা মারা গেলে তাদের জানাজা পড়ানো হয় না। দাফন নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু ওই এলাকায় অনেকে যাতায়াত করেন অনেকে। ছবিতে যৌনপল্লির সর্দার চরিত্রে অভিনয় করবেন আনোয়ারা এবং অপু বিশ্বাসকে দেখা যাবে যৌনকর্মীর চরিত্রে। মৃত্যুর পর তার মরদেহ দাফন নিয়ে নানা জটিলতার চিত্র তুলে ধরা হবে ‘দেহ ঘড়ি’ ছবিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।