জুমবাংলা ডেস্ক : বগুড়া শহরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রি ও মজুদ করায় পান্না স্টোরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে যানা যায়, বগুড়া শহরের ছাতাপট্টি এলাকায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোরকে লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রেট নাছিম রেজা এ প্রতিবেদককে বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর অবৈধভাবে লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোরের মালিককে লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।