বিনোদন ডেস্ক : যৌন হয়রানির অভিযোগে বেশ বিতর্কের মুখে পড়েছেন গ্র্যামিজয়ী মার্কিন র্যাপার ও গায়িকা লিজো। সাবেক তিনজন নৃত্যশিল্পী লিজোর বিরুদ্ধে যৌন হয়রানি, জাতিগত বিদ্বেষ এবং বডি শেমিংয়ের মতো বিস্ফোরক অভিযোগ এনে মামলা করেছেন। নৃত্যশিল্পী আরিয়ানা ডেভিস, নোয়েল রদ্রিগেজ ও ক্রিস্টাল উইলিয়ামস মামলাটি দায়ের করেছেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে মামলাটি চলছে।
সাবেক ব্যাকআপ নৃত্যশিল্পীদের যৌন হয়রানির অভিযোগের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন ‘গুড অ্যাজ হেল’ গায়িকা। এ ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের তোপের মুখে পড়েছেন লিজো, যার প্রভাব পড়েছে সামাজিক মাধ্যমেও। অভিযোগের পর থেকে প্রায় দুই লাখ ২০ হাজারের কাছাকাছি ভক্ত-অনুরাগী হারিয়েছেন গায়িকা। পরিসংখ্যান সাইট সোশ্যাল ব্লেডের রিপোর্ট অনুসারে, লিজো ১ আগস্ট থেকে ২,১৯,৫৭০ জন অনুসারী হারিয়েছেন।
বর্তমানে তার ১৩.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
অভিযোগের শুরুতেই একজন নৃত্যশিল্পী দাবি করেছিলেন, ফেব্রুয়ারির শেষের দিকে আমস্টারডামের একটি ক্লাবে একজন নগ্ন অভিনয়শিল্পীকে স্পর্শ করার জন্য তাকে জোর করা হয়। এন্টারটেইনমেন্ট টুনাইট অনুসারে, ২০২১ সালে যখন আরিয়ানা ও ক্রিস্টাল গায়িকার রিয়ালিটি শো ‘ওয়াচ আউটে’ কাজ করেছিলেন, তখন লিজোর কম্পানি দুজনকে বরখাস্ত করে দেয়। এরপর নোয়েল ২০২২ সালে রিউমারসের মিউজিক ভিডিওর জন্য লিজোর সঙ্গ দিলে তিনিও পরবর্তীকালে সহকর্মীদের হয়রানি দেখে পদত্যাগ করেন।
মামলায় তিনজন নারী লিজো এবং তার সহকর্মী শার্লিন কুইগলিকে অভিযুক্ত করেছেন। যিনি তাদের সঙ্গে ক্রমাগত যৌন হয়রানির চেষ্টা করেছেন। নৃত্যশিল্পীদের আরো দাবি, লিজো সেই সব ক্লাবে অভিনয়শিল্পীদের নগ্ন করিয়ে তাদের দিয়ে নগ্ন শুটিং করাতে বাধ্য করেন। আর তা না করলে বেত্রাঘাত করা হয়।
অভিযোগকারী আরিয়ানা ডেভিস, ক্রিস্টাল উইলিয়ামস ও নোয়েল রদ্রিগেজের দায়ের করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে লিঙ্গ, ধর্ম, জাতি এবং অক্ষমতার ভিত্তিতে হয়রানির মতো একাধিক অভিযোগ।
তাদের আরো দাবি, ৩৫ বছর বয়সী গায়িকার অনুরোধগুলো মেনে না নিলে তাদের চাকরি হারানোর ভয় দেখানো হতো।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।