জুমবাংলা ডেস্ক : সকাল সাড়ে ১০ টার দিকে হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহবাহী হেলিকপ্টার রংপুরের উদ্দেশে রওনা করেছে। বেলা সোয়া ১১টার দিকে রংপুর সেনানিবাসে হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে শীতাতপ নিয়ন্ত্রিত লাশবাহী গাড়িতে করে সোজা জানাজা স্থল রংপুর ঈদগাহ মাঠে নেওয়া হবে।
মঙ্গলবার (১৬ জুলাই) এমন তথ্য নিশ্চিত করেছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি জানান, গাড়িতেই থাকবে মরদেহ, কাচের ঢাকনার ওপর দিয়ে এক নজর দেখার ব্যবস্থা করা হবে। বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে।
দাফনের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত কী জানতে চাইলে ১৬ জুলাই সকালে রংপুর সিটি করপোরেশন (রসিক) মেয়র বলেন, ‘আমরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছি রংপুরে দাফন করার জন্য। শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত স্যারের মরদেহ রংপুর থেকে নিতে দেওয়া হবে না।’
আপনাদের এই সিদ্ধান্তের বিষয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কী। এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘হ্যাঁ গতরাতে (১৫ জুলাই) ফোনে কথা হয়েছে। তখন উনি আমাকে বোঝানোর চেষ্টা করেছেন। আমি তাকে সাফ জানিয়ে দিয়েছি বিষয়টি আমার একার সিদ্ধান্ত নয়, রংপুরের ৮ জেলার নেতাদের সিদ্ধান্ত।’
`আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি। আমি একা এই সিদ্ধান্তের বাইরে যেতে পারব না। আমরা রংপুরেই দাফন করব। বাধা এলে আমারও প্রস্তুত আছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।