স্পোর্টস ডেস্ক : অধিনায়ক দাসুন শানাকার ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল কুমিল্লা ওয়ারিয়র্স। রংপুর রেঞ্জার্সকে ছুড়ে দিয়েছিল ১৭৪ রানের লক্ষ্য। যে লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ নবীর নেতৃত্বাধীন রংপুর রাইডার্স হার মানল সহজেই।
বুধবার বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে ১০৫ রানের বিশাল জয় তুলে নিয়েছে কুমিল্লা। টস জিতে দলটি ৭ উইকেটে ১৭৩ রানের পুঁজি গড়ে। শ্রীলঙ্কান তারকা শানাকা খেলেন ৩১ বলে ৭৫ রানের ইনিংস। জবাব দিতে নেমে ৬ ওভার বাকি থাকতেই ৬৮ রানে গুটিয়ে যায় রংপুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।