জুমবাংলা ডেস্ক : শীতে কাপছে সারা দেশ। এরই মধ্যে আগুন পোহাতে গিয়ে আট নারীর দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। রংপুরে গত ২৪ ঘণ্টায় এ ঘটনা ঘটে।
রমেক হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, গত দু-তিন দিন থেকে রংপুর অঞ্চলে শৈত্য প্রবাহে জন জীবনে নেমে এসেছে দুর্বিসহ অবস্থা। শীতের হাত থেকে রক্ষ পেতে গ্রামগঞ্জের সবখানেই আগুনের উত্তাপ নেওয়ার চেষ্টা করেছেন অনেকে। ফলে অনেকেই আগুন পোহাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন। গত ২৪ ঘণ্টায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রমেক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন আটজন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই বছরে শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে ৪৮ নারী-শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছে কমপক্ষে ১০০ জন। চলতি বছর এখন পর্যন্ত কেউ মারা না গেলেও দু-একদিনের মধ্যে মৃত্যুর তালিকায় দগ্ধদের নাম যোগ হবে বলে ধারণা করছেন বার্ন ইউনিটের সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়েছেন রংপুরের পীরগঞ্জের হালিমা খাতুন (৫৫)। তার পা থেকে কোমড় পর্যন্ত পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। দুপুরের হাসপাতালে কথা হয় হালিমা খুতুনের পুত্রবধূর সঙ্গে। তিনি বলেন, ‘আম্মা বাড়ির আঙিনায় আগুন পোয়াচ্ছিল ছিল। ওই সময় অসাবধানতাবসত তার শরীরে আগুন লেগে যায়। তাকে নিয়ে পরিবারের সবাই এখন চিন্তিত।’
রমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এ পর্যন্ত আট নারী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘প্রতিবছরই আগুন পোহাতে গিয়ে নিহতের সংখ্যা বাড়ছে। এজন্য জনগণের সচেনতা প্রয়োজন। আমরা সব সময়ই পরামর্শ দিচ্ছি শীতের হাত থেকে বাঁচতে যাতে কেউ খড়-কুটা জ্বালিয়ে আগুন না পোহায়।’
এদিকে রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত রংপুর বিভাগে সর্বনিম্ন তাপামাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রাম জেলার রাজারহাটে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছিল। একই সময় রংপুর ও আশপাশ এলাকার তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এ ধরনের আবহাওয়া আরও দুই থেকে তিন দিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


