রংপুর প্রতিনিধি: রংপুরে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে একটি সেমিনার অনুষ্টিত হয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) রংপুর সিভিল সার্জন মিলনায়তনে এই সেমিনার অনুষ্টিত হয়।
এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. হেরম্ব কুমার রায়। উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রবিশঙ্কর মন্ডল, জেলা কর্মকর্তা (এফপিএবি) অলিভ আল আসাদ, আরডিআরএস রংপুরের স্বাস্থ্য কর্মকর্তা রোকনুজ্জামান, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ বাবুসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন কর্মকর্তা।
সেমিনারে বলা হয়, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে বাল্য বিবাহের ঘটনা দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। দেশকে এগিয়ে নিতে হলে বাল্য বিবাহ বন্ধ করতে হবে।
সেমিনারে আরও বলা হয়, রংপুর বিভাগের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিহাট ও নীফামারী জেলায় বাল্য বিবাহের হার সবচাইতে বেশি। বিশেষ করে এসব জেলার চরাঞ্চলে বাল্যবিবাহের প্রবণতা বেশি।
চরাঞ্চলে তদারকির অভাবে সেখানে বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না বলে জানান সেমিনারের বক্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।