জুমবাংলা ডেস্ক: স্বৈরাচার আন্দোলনে শহীদ যুবলীগ কর্মী নুর হোসেনকে নিয়ে কটূক্তি করায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে রংপুর নগরীর কাচারী বাজারে জেলা যুবলীগের আয়োজনে কুশপুত্তলিকা পোড়ান হয়। কুশপুত্তলিকা পোড়ানোর আগে রাঙ্গাকে নুর হোসেনের মায়ের কাছে সশরীরে গিয়ে ক্ষমা চাওয়া ও বাংলাদেশের সমগ্র জাতির কাছে লিখিত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, উপ-দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন রংপুর মহানগর যুবলীগ সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার। সঞ্চালনা করেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।
এদিকে, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে গঙ্গাচড়ায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিরো পয়েন্টসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রংপুর মহানগর যুবসংহতির প্রচার মিছিল থেকে রাঙ্গার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান দলটির নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকালে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ওই মিছিল থেকে আওয়ামী লীগ বিরোধী শ্লোগান দেন যুবসংহতির নেতা-কর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।