জুমবাংলা ডেস্ক: আগামী ২১ জানুয়ারি রাজধানীর সন্নিকটে বিরুলিয়ায় কেজি ইকো রিসোর্টে রংপুর জেলা সমিতি, ঢাকা’র সাধারণ সভা, নির্বাচন ও বনভোজন অনুষ্ঠিত হবে।
এ আয়োজনে আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী এবং জাতীয় পর্যায়ে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় বিশেষ কৃতিত্বধারীদের আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করা হবে।
এ উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মরণিকায় রংপুর সম্পর্কিত লেখা আহ্বান করেছে সংগঠনটি।
রংপুর জেলা সমিতি, ঢাকা অসাম্প্রদায়িক চেতনার অধিকারী একটি বেসরকারি স্বেচ্ছাসেবী, সমাজকল্যাণমূলক, অলাভজনক এবং অরাজনৈতিক সংগঠন।
এই সমিতি ঢাকায় বসবাসরত রংপুর জেলার জনগণের সামগ্রিক কল্যাণার্থে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, পরমসহিষ্ণুতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বেচ্ছাসেবী কর্ম উদ্যোগের দ্বারা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থান নির্বিশেষে সমিতির সকল সদস্যের সমান অধিকার নিশ্চিতকরণ, মানবিক ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং রংপুর জেলার আর্থ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।