স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে কোচের দায়িত্ব পালন করতে এসেছেন জিম্বাবুয়ের গ্রান্ট ফ্লাওয়ার। প্রথমবারের মতো বিপিএলে কোচের দায়িত্ব পালন করতে এসেছেন তিনি। রংপুর রেঞ্জার্সের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই কোচকে।
এর আগে অবশ্য পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ফ্লাওয়ার। ইংল্যান্ড বিশ্বকাপের পর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি পিসিবি। গেল বিপিএলে রংপুরের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন টম মুডি। তার অধীনে ২০১৭ বিপিএলে শিরোপা ঘরে তুলেছিল রংপুর রাইডার্স।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিশেষ বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।