মুহাম্মাদ হেদায়াতুল্লাহ : পবিত্র মসজিদ-ই-নববীর রওজা শরিফে ১০ মিনিট অবস্থানের অনুমোদন দিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এ জন্য ‘তাওয়াক্কালনা’ কিংবা ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে মুসল্লিদের নিবন্ধন করতে হবে।
১৪৪৩ হিজরি সনে রওজা শরিফে প্রবেশের জন্য সাত কোটির বেশি মুসল্লি নিবন্ধন করেছেন বলে জানান সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র হিসাম বিন সাঈদ। এদিকে পবিত্র মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে পাঁচ বছরের কম বয়সী শিশুরা।
শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে তাদের অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তা ছাড়া এখন থেকে সব ধরনের ভিসাধারী মুসল্লি ওমরাহ পালন করতে পারবেন বলে জানায় মন্ত্রণালয়। উল্লেখ্য, গত ২ আগস্ট পবিত্র কাবাঘরের চারপাশের বেষ্টনী তুলে নেওয়া হয়। ফলে কাবাঘর ও হাজরে আসওয়াদ স্পর্শের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা।
সূত্র : সৌদি গেজেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।