বিনোদন ডেস্ক : ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা চলচ্চিত্রের দশকের পর দশক ধরে দর্শকদের মন জয় করেছেন ৷ একাধিক বাংলা ছবিতে মন মাতানো অভিনয় দিয়েই সবার মন জয় করেছিলেন ৷ শ্বেত পাথরের থালা, লাঠি, মনের মানুষ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, গুরুশিষ্য, আলো, মুক্তধারা, প্রাক্তন-সহ অগুন্তি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ৷
যেমন অভিনয়ে, তেমন নাচে ঋতুপর্ণা সেনগুপ্ত বেশ সপ্রতিভ বা সাবলীল তা আর বলার অপেক্ষা রাখেনা ৷ ঋতুপর্ণা সেনগুপ্ত সাম্প্রতিক একটি জনপ্রিয় গান রঙ্গোবতিতে দুর্দান্ত নেচেছেন ৷ সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়েছে ৷ এই রঙ্গোবতি গানের সঙ্গে বহু মানুষ কোমর দুলিয়েছিলেন, সে সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ ৷ ঋতুপর্ণাও নিলেন রঙ্গোবতি চ্যালেঞ্জ ৷
জানতে পারা গিয়েছে উইন্ডোজের প্রযোজনায়, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নির্দেশনায় শিগগিরি মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘গোত্র’ ৷ আগামী অগাস্টেই মুক্তি পেতে চলেছে ৷ মূলত জাতপাতের বিচারে মুড়ে ফেলা দেশের রাজনীতি থেকে ধর্ম ও শিক্ষা ক্রমবর্ধমান এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিদ্রোহই গোত্রর মূল বিষয় ৷
View this post on Instagram
Here comes my #Rangabati_challenge @windowsproduction #Gotro #rangabatichallenge
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।