রচনার যে প্রশ্নে লজ্জায় মুখ লুকিয়েছেন অনুপমের স্ত্রী?

অনুপম রায়

বিয়ের পরে এই বছরই প্রথম জন্মদিন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের। সদ্য সংগীতশিল্পী প্রস্মিতা পালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। আর জন্মদিনে স্বামীকে নিয়ে কী জানালেন প্রস্মিতা?

অনুপম রায়

সম্প্রতি প্রকাশ্যে এসেছে জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নম্বর ওয়ানের একটি বিশেষ এপিসোডের ক্লিপিংস। সেই এপিসোডে হাজির হবেন জনপ্রিয় তারকারা। আর সেই তালিকায় যেমন রয়েছেন চান্দ্রেয়ী ঘোষ, তেমনই রয়েছে প্রস্মিতাও। আর রচনা ব্যানার্জির প্রশ্নের উত্তরে যেমন উঠে আসে ব্যক্তিগত জীবনের কথা, তেমনই হলো এই এপিসোডেও। মনের কথা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী থেকে শুরু করে সংগীতশিল্পীরা।

সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম ও প্রস্মিতা। শো-এর মধ্যেই রচনা প্রশ্মিতাকে প্রশ্ন করেন, বর হিসেবে অনুপম কেমন? হঠাৎ এই প্রশ্নে কিছুটা লজ্জাই পেয়ে যান সংগীতশিল্পী।

মুখ লুকিয়ে হেসেও ফেলেন, তারপরে প্রস্মিতা বলেন, ‘পরের প্রশ্ন দিদি’। স্পষ্টতই, অনুপম ও তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চট করে মুখ খুলতে চান না প্রস্মিতা। তাদের প্রেম কাজের সূত্র ধরেই। একসঙ্গে বহু কাজ করেছেন প্রস্মিতা ও অনুপম। কাজের জগতে অনুম প্রস্মিতার সিনিয়র। সুরের সূত্র ধরেই বন্ধুত্ব, তারপরে প্রেম। তবে সোশ্যাল মিডিয়ায় কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা নন প্রস্মিতা বা অনুপম কেউই। বরং নিজেদের কাজকেই তুলে ধরতে পছন্দ করেন তারা।

ফেসবুকে নিউজ ট্যাব থাকছে না

প্রসঙ্গত, ২৯ মার্চ ছিল অনুপমের জন্মদিন। সদ্য ঢাকা থেকে অনুষ্ঠান করে ফিরেছেন অনুপম। দিনটা বরাবরই ছোট করে, বাড়িতেই উদযাপন করতে ভালোবাসেন তিনি। এর আগেই এবিপি লাইভকে তিনি জানিয়েছিলেন, জন্মদিন মানেই মায়ের হাতের পায়েস। দিনটা তিনি কাটিয়েছেন পরিবারের সঙ্গেই।