তার কাছে বয়স শুধুই একটি সংখ্যা মাত্র। অসামান্য অভিনয়ের দক্ষতার জন্য তার নামের পাশে অবস্থান করছে থালাইভা খেতাব। প্রবীণ হলেও এখনো একশন সিনেমায় অনেক তারকা থেকে দুর্দান্ত অভিনয় করছেন তিনি। তিনি হচ্ছেন ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্ত।
রজনীকান্ত শুধু ভারতের সিনেমা নয় বরং ভারতের বাইরেও বিপুল জনপ্রিয়তা রয়েছে তার। কয়দিন আগেও তিনি ৭৩ তম জন্মদিন পালন করেছেন। ১৯৫০ সালে বেঙ্গালুরের এক মারাঠি পরিবারে তার জন্ম হয়েছিল। ছোটবেলায় লেখাপড়ার পাশাপাশি অভিনয় নিয়ে তারা দারুণ আগ্রহ ছিল।
এদিকে অস্বচ্ছ জীবনের সাথে লড়াই করে শৈশব কেটেছে তার। এজন্য স্কুলে লেখাপড়া শেষ করার জন্য মিস্ত্রির কাজ শেখেন তিনি। পরবর্তী সময়ে তিনি ব্যাঙ্গালোরেতে বাসের কন্ডাকটর হিসেবে কাজ করেন। সে সময় টিকেট দেওয়ার সময় তিনি যে অসামান্য স্টাইল দেখাতেন সেটা অনেক তারকা থেকে কম ছিল না।
তবে অভিনয়ের প্রতি বরাবরই আগ্রহ ছিল তার। অভিনয় প্রশিক্ষণের একটি কোর্সে ভর্তি হন তিনি। ১৯৭৫ সালে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করার সুযোগ পান তিনি। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। তামিল সিনেমা সহ তেলেগু এবং হিন্দি সিনেমায় তিনি যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন।
তবে আজ পর্যন্ত তিনি কখনো মারাঠি সিনেমায় অংশগ্রহণ করেননি। ৬ বার তামিলনাড়ু সিনেমার এ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ২০০০ সালে তিনি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মাননা পদ্মভূষণ পেয়েছেন। এমনকি এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত তারকা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। দক্ষিণ ভারতের তিনি এতটাই জনপ্রিয় যে তাকে বলা হয় গড অফ ইন্ডিয়ান সিনেমা। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার মত আর দ্বিতীয় ব্যক্তি কেউ নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।