নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নির্মাণাধীন ভবনে রড চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার উলুসারা এলাকায় প্রবাসী শরীফ হোসেনের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের মেম্বার দেলোয়ার হোসেন বলেন, গত কয়েকদিন আগে একই ভবনে কাজ করতে গিয়ে উপরে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে পুলিশ কাজ বন্ধ করে দেয় । এরই মধ্যে ওই ভবনের রড চুরি হতে থাকে। পরে বিষয়টি জানার পর আমিসহ এলাকার কয়েকজনকে দায়িত্ব দেয় পুলিশ। কিন্ত শুক্রবার সন্ধ্যায় ভবনের রড চুরি করতে এসে এক চোরের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, নির্মাণাধীন ভবনের রড চুরি করতে এসে উপরে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মুত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জ্বর-ডায়রিয়ায় আক্রান্ত টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের ৩৫ নিবাসী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।