আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবস্থা ক্রমশ আরও ভয়াবহ আকার ধারণ করছে। এমতাবস্থায় সেখানকার সাধারণ মানুষ সিরিয়া ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে মরিয়া চেষ্টা করছেন। লক্ষ লক্ষ লোক তুরস্কে আশ্রয় নিয়েছে। এছাড়া অনেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন। ইউরোপের দেশ গ্রীসের উপকূলে নৌকা দিয়ে পৌঁছলে সেখানকার উপকূলরক্ষীরা রড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে এসব শরণার্থীকে আবারো সাগরে ফিরিয়ে দিচ্ছেন।
সম্প্রতি এমন ভয়ঙ্কর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর এক সদস্য রড, লাঠি দিয়ে সিরিয় শরণার্থীদের খোঁচা দিয়ে সাগরের মাঝে ফিরিয়ে দিচ্ছেন৷ নৌকায় চেপে সিরিয়ার অনেক শরণার্থীরাই তুরস্ক হয়ে জলপথে গ্রিসের ভূখণ্ডে ঢুকতে চাইছেন৷ তা আটকাতেই এখন উঠে পড়ে লেগেছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী৷ এই ভিডিও সামনে আসতেই সমালোচনা শুরু হয়েছে।
সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে হাজার হাজার শরণার্থী ইউরোপে আশ্রয়ের আশায় তুরস্ক পেরিয়ে গ্রিসে ঢুকছে। তুরস্কের নিকটবর্তী গ্রিকের দ্বীপপুঞ্জে এখনও আটকে রয়েছেন কমপক্ষে ৩৫ হাজার শরণার্থী। ২০১৫ থেকে শুরু হওয়া এই শরণার্থী স্রোতে অবস্থা খুব খারাপ বলে আগেই জানিয়েছে গ্রিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



