বিনোদন ডেস্ক : সামনে সংবাদ মাধ্যমের শত শত ক্যামেরা। আর ক্যামেরার সামনেই স্টেজে উঠে কান ধরে ওঠবোস করলেন সুপারস্টার রণবীর সিং! গোটা কাণ্ড দেখে হতবাক উপস্থিত সবাই।
জানা গেছে, প্রকাশ্যে এসেছে রোহিত শেট্টির নতুন ছবি ‘সূর্যবংশী’র ট্রেলার। এই ছবির প্রোমোশনের জন্য সকাল ৬ টায়ে সাংবাদিক বৈঠকে আয়োজন করলেন অক্ষয় ও অজয়। আর সাত সকালে ঘুম থেকে উঠে সেই প্রোমোশনেই দেরি করে এসে পৌছলেন রণবীর সিং। প্রোমোশনে দেরি করে আসার কারণেই রণবীরকে অক্ষয় দিলেন শা’স্তি। স্টেজেই কান ধরে ওঠবোস করলেন রণবীর সিং।
রোহিত শেট্টির পুলিশ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘সূর্যবংশী’ নিয়ে আগ্রহ প্রথম থেকেই ছিল। তবে এর পিছনে যতটা কৃতীত্ব পরিচালক বা অক্ষয় কুমারের, তার চেয়ে বেশি অজয় দেবগনের। তার দৌলতেই ‘সিংঘম’ আর ‘সিংঘম রিটার্নস’ জনপ্রিয় হয়েছিল। সেই জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয় রণবীর সিংয়ের ‘সিম্বা’। এবার সেই অশ্বমেধ ঘোড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তেছে অক্ষয় কুমারের কাঁধে।
সেই দায়িত্ব কতটা পালন করতে পেরেছেন, তার একটা ঝলক পাওয়া গেল ‘সূর্যবংশী’র ট্রেলারে। অক্ষয় কুমার ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জাভেদ জাফরি ও জ্যাকি শ্রফ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।