জুমবাংলা ডেস্ক : সাহিদা হক ‘রত্নগর্ভা’ সম্মাননা পান ২০১২ সালে। তাঁর চার ছেলেমেয়ে। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত তাঁরা। বড় ছেলে শহীদুল হক পুলিশ কর্মকর্তা। মেজ ছেলে ওবায়দুল হক ব্যারিস্টার এবং বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের প্রথম শ্রেণির ঠিকাদার। একমাত্র মেয়ে শিরিন আক্তার একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপক। ছোট ছেলে জায়েদ খান চিত্রনায়ক। গত তিন বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মা দিবস উপলক্ষে ২০১৩ সালের ১৩ মে রাজধানীর সোনারগাঁও হোটেলে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে সাহিদা হক এ সম্মাননা গ্রহণ করেন। ‘রত্নগর্ভা’ মায়ের সন্তান হিসেবে গর্বিত জায়েদ খান।
(১০ মে) বিশ্ব মা দিবসে জায়েদ খান বলেন, ‘মা এক ভীষণ অনুভূতির নাম, সর্বোচ্চ আবেগের নাম, অনেক ভালোবাসার, শ্রদ্ধার নাম মা। মায়ের মুখ দেখলে, মায়ের কণ্ঠস্বর শুনলে সব দুঃখ দূর হয়ে যায় আমার। আমি শিল্পীদের জন্য দিনরাত খেটে যাচ্ছি। সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শিল্পীদের পাশে দাঁড়াচ্ছি। এর অন্যতম কারণ আমার মা। আমি যেদিন নির্বাচন করব বলে মায়ের দোয়া নিতে গেলাম, সেদিনই মা আমাকে বলেছেন, অভিনেতার কাজ কী আর নেতার কাজ কী। রত্নগর্ভা হিসেবে যে খ্যাতি তিনি পেয়েছেন, তা যেন আমি নষ্ট না করি। আমি মাকে অনেক ভালোবাসি, তাঁর কথা সব সময় মেনে চলার চেষ্টা করি। সেদিন ওয়াদা করেছিলাম, তাঁর সম্মান আমি নষ্ট করব না, বরং উঁচু করার চেষ্টা করব। আমি চেষ্টা করে যাচ্ছি। সারা দিন কাজ করে রাতে মায়ের সেবাও করতে পারছি। আল্লাহর কাছে মায়ের সুস্থতা ছাড়া আর কিছুই চাওয়ার নেই। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, প্লিজ।’
চলচ্চিত্রে জায়েদ খানের যাত্রা শুরু হয় ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে। মহম্মদ হান্নান পরিচালিত এই ছবিতে আরো অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কাজের মানুষ’ এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘মন ছুঁয়েছে মন’ ছবিতে অভিনয় করেন।
২০১২ সালে ‘আত্মগোপন’ ছবিতে শাবনূরের সঙ্গে জায়েদ খানকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায়। ২০১৫ সালে তিনি শাহ্ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে অভিনয় করেন। এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রযাত্রা শুরু করেন বর্তমান সময়ের আলোচিত নায়িকা পরী মণি।
২০১৭ সালে প্রযোজনায় নাম লেখান জায়েদ খান। তাঁর প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। মালেক আফসারী পরিচালিত এ ছবিতে তাঁর বিপরীতে ছিলেন পরী মণি। দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয় ছবিটি।
২০১৯-২১ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।