স্পোর্টস ডেস্ক : পেসার আবু হায়দার রনির বিধ্বংসী বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল বিবেচনায় বড় জয়ের রেকর্ড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শনিবার (৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ২৬২ বল বাকি রেখে ৯ উইকেটের জয় পায় মোহামেডান। ২০১৩-২০১৪ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পাবার পর ডিপিএলের ইতিহাসে বল বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয়।
প্রথমে ব্যাট করতে নেমে রনির বোলিং তোপে টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন মাত্র ৪০ রানে অলআউট হয় গাজী টায়ার্স। ৬ ওভারে ১ মেডেন ও ২০ রান দিয়ে ৭ উইকেট নেন রনি। এটি ডিপিএল ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এর আগে, ২০১৭-২০১৮ মৌসুমে ডিপিএলে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের তরুণ পেসার ইয়াসিন আরাফাত।
ম্যাচ শেষে গণমাধ্যমে রনির ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ সো ফার খুব ভালো দিচ্ছে। আজকের ম্যাচটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আমার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সবচেয়ে ভালো (বোলিং) ফিগার। ভালো করতে সবসময় ভালো লাগে। যেহেতু এই ফরম্যাটে সবচেয়ে ভালো বোলিং ফিগার। আজকের দিনটা অবশ্যই আমার জন্য স্পেশাল।’
নিজের সামনের বড় লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘আসলে বড় টার্গেট নিলে কী হয় মাঝখানে একটু স্লিপ করার চান্স থাকে। আমি সবসময় প্ল্যান করি যে ম্যাচ বাই ম্যাচ যাতে সামনে এগোনো যায়। একটা করে ম্যাচ চিন্তা করছি। ঈদের পর প্রথম ম্যাচ শাইনপুকুরের সঙ্গে। তো এখন চিন্তাভাবনা ওইটা নিয়েই। যদি ওইটা ওভারকাম করতে পারি, তাহলে হয়ত পরের ম্যাচ নিয়ে চিন্তা করব।’
রনি যোগ করেন, ‘অবশ্যই ভালো করতে থাকলে তো তখন সামনে খেলার চিন্তাগুলা আসে। প্রক্রিয়া তো একটাই থাকে মাঝখানে হয়তো একটু খারাপ সময় গিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ ওভারকাম করেছি। গত ২ বছর খুব চেষ্টা করছিলাম যে কীভাবে ওভারকাম করা যায়। পরিশ্রম করে বলের পেসটা একটু বাড়ানোর চেষ্টা করেছি। লাইন লেংথ ঠিক করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ওই ২ বছরের চেষ্টার হয়তো আমি এখন ফলটা পাচ্ছি। সবকিছু কিন্তু একটা প্রক্রিয়া। আমি প্রক্রিয়ার মধ্যে আছি। এটা ধরে রাখতে পারলে আশা করি সামনে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।