Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home রপ্তানি বেড়ে পাঁচগুণেরও বেশি, ভাগ্য ঘুরতে পারে আলুচাষির
    অর্থনীতি ডেস্ক
    অর্থ-বাণিজ্য কৃষি

    রপ্তানি বেড়ে পাঁচগুণেরও বেশি, ভাগ্য ঘুরতে পারে আলুচাষির

    অর্থনীতি ডেস্কSoumo SakibAugust 14, 20254 Mins Read
    Advertisement

    দেশে আলুর বাম্পার ফলনেও খুশি হতে পারছেন না কৃষক। মৌসুমের শুরুর দিকে চড়া বাজার চড়া থাকলেও দাম পান না চাষিরা। এজন্য প্রচুর উৎপাদন সত্ত্বেও বরাবরই তাদের কাঁদতে হয়। তবে সে দুঃখও ঘুচতে পারে, বিদেশে চাহিদা বাড়ছে এ সবজির। ইতোমধ্যে সদ্য সমাপ্ত অর্থবছরে আগের বছরের তুলনায় রপ্তানি হয়েছে চারগুণের বেশি। এতে কৃষকদের ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে পারে বলে ধারণা করছেন এ খাতের বিশেষজ্ঞরা। আমার দেশের করা প্রতিবেদন থেকে বিস্তারিত-

    রপ্তানি বেড়ে পাঁচগুণেরওরপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গত অর্থবছরে ৬২ হাজার ১৩৫ টন আলু রপ্তানি হয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ১২ হাজার ৩০০ টন আলু রপ্তানি হয়েছিল। সে হিসাবে সদ্য সমাপ্ত অর্থবছরে বিদেশ গেছে পাঁচগুণেরও বেশি।

    সংস্থাটি জানায়, বাংলাদেশ থেকে বেশি আলু রপ্তানি হচ্ছে মালয়েশিয়ায়। এছাড়া সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা, বাহরাইন, মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিশ্বের ১৪টি দেশে যাচ্ছে এ সবজি। তবে এবার নেপালে আলু রপ্তানির পরিমাণ বেড়েছে। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে এ নাগাদ ১০৫ টন আলু রপ্তানি হয়েছে। রপ্তানিকারকরা আশা করছেন, চলতি মৌসুম শেষে রপ্তানির পরিমাণ ৭০ হাজার টন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে বাংলাদেশি আলুর কদর বাড়ছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. জামাল উদ্দীন বলেন, উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানির বিষয়টি খুবই ইতিবাচক দিক। আগে আমাদের বিপুল পরিমাণ আলু আমদানি করতে হতো, এখন আমরা রপ্তানি করছি। সম্ভাবনাময় পণ্যটির বিষয়ে সবাই ইতিবাচক মনোভাব দেখালে আলু রপ্তানির মাধ্যমে আমাদের কৃষকদের ভাগ্যবদলে যেতে পারে।

    তিনি আরো বলেন, এখনো বিভিন্ন হিমাগারে ৩০ লাখ টন আলু মজুত আছে। মাসে সাত লাখ টন প্রয়োজন। তাতে আমাদের কাছে চার মাসের আলু আছে, নভেম্বর-ডিসেম্বর মাসে তো আগাম জাতের নতুন আলুবাজার আসবে, ফলে আমাদের দেশে আমদানি একেবারেই বন্ধ করে দেওয়া উচিত।

    আগামী ১০-১৫ দিনের মধ্যে আলুর দাম কিছুটা বাড়তে পারে। কেননা টানা বর্ষণের কারণে সবজির উৎপাদন কমে আলুর ওপর চাপ পড়বে, তাতে দামও বাড়বে। এছাড়া সম্প্রতি কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথসভায় আলুর দাম ও কৃষকের লোকসান পুষিয়ে নেওয়ার লক্ষ্যে ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম এবং টিসিবির মাধ্যমে আলু বিক্রির বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পাঁচ লাখ ২৪ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আগের অর্থবছরের তুলনায় যা ১৫ শতাংশ বেশি। এতে রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে।

    রপ্তানিকারক তাওহীদুল ইসলামের মতে, বাংলাদেশে আলুর দাম কম ও মান ভালো হওয়ায় বিদেশে আলু রপ্তানি বেড়েছে।

    এছাড়া রপ্তানিকারকদের মতে, প্যাকেজিং ও স্বাস্থ্যবিধি মানদণ্ডের সমস্যার কারণে কম্বোডিয়া, হংকং ও ফিলিপাইনের বাজারে রপ্তানি করা যাচ্ছে না। সরকারের সিদ্ধান্তগুলো ইতিবাচক হলে এ পণ্যটি রপ্তানির ক্ষেত্রে আরো সম্ভাবনার দ্বার খুলে যাবে।

    কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন হর্টেক্স এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল আমিন বলেন, বিদেশে আলু রপ্তানি বৃদ্ধি খুবই ইতিবাচক দিক, এতে কৃষকদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। এরপরও চাষির প্রচুর লোকসান হচ্ছে। কৃষকদের লোকসান কমিয়ে আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভাবছে।

    এদিকে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) তথ্য অনুযায়ী, এবার এক কোটি ৩০ লাখ টন আলু উৎপাদন হয়েছে। দেশে বছরে আলুর চাহিদা ৮৫ থেকে ৯০ লাখ টন। চাহিদার তুলনায় উৎপাদন ৪০ লাখ টন বেশি। কিন্তু বাজার ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতার কারণে হিমাগার ফটকে এলাকাভেদে কেজি এখন ১৩ থেকে ১৫ টাকা। অথচ সব মিলিয়ে কৃষকের প্রতি কেজিতে উৎপাদন খরচ হয়েছে ২৫ টাকা। এতে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। কৃষক যদি পণ্যের দাম না পায় পরবর্তী সময়ে তারা এটি উৎপাদনের আগ্রহ হারাবে।

    সম্প্রতি বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়কে পৃথক চিঠিতে আলুর দাম ২০-৩০টাকার প্রস্তাব করা হয়েছে। এছাড়া গত বছরের চেয়ে এ বছর ১০ লাখ টন বেশি আলুর অন্তত পাঁচ লাখ টন ওএমএস ও টিসিবির ট্রাকসেলের মাধ্যমে সমন্বয় করার অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে তিন মন্ত্রণালয়ের যৌথসভায় আলোচনা হয়েছে। ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম এবং টিসিবির মাধ্যমে আলু বিক্রি করবে সরকার।

    বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালক ও হাসেন কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী হাসেন আলী বলেন, আলুর ন্যায্য দাম না পেলে কৃষকরা উৎপাদন কমিয়ে দেবেন, সে ক্ষেত্রে সংকটে পড়বে দেশ। তাই ন্যায্য দাম নিশ্চিত করতে রপ্তানি বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাজারেও নজর দিতে হবে।

    সম্প্রতি সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত বছরের তুলনায় এবার কৃষকরা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। আমরা চেষ্টা করছি কৃষক যেন আলুর দাম পায়। তাই ওএমএসের মাধ্যমে আলু সরবরাহের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Bangladesh Agriculture farmers’ Potato export potato farming potato market অর্থ-বাণিজ্য আলু আলু রপ্তানি আলুচাষির কৃষক কৃষি কৃষি অর্থনীতি কৃষিপণ্য রপ্তানি ঘুরতে পাঁচগুণেরও পারে বেড়ে বেশি ভাগ্য রপ্তানি
    Related Posts
    পেঁয়াজ আমদানি

    আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু

    September 2, 2025
    মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ

    মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ: শুরু করার সহজ উপায়

    August 27, 2025
    potato

    প্রতিকেজি আলুতে প্রায় ১০ টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের

    August 26, 2025
    সর্বশেষ খবর

    ঝটিকা মিছিল করলেই কঠোর ব্যবস্থা, ‘মনিটরিং’ জোরদার করবে সরকার

    বিশ্বকাপ বাছাই

    মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো, বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ডের অপেক্ষা

    The Conjuring Last Rites box office

    The Conjuring Last Rites Box Office Triumph Over Bollywood Rivals

    Altadena Wildfire Sitcom

    Backlash Erupts Over New Altadena Wildfire Sitcom From Kenya Barris and Mike Epps

    Gen V most powerful supes

    Gen V Most Powerful Supes Ranked: Marie Moreau Tops List

    পার্বত্য উপদেষ্টার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

    Luis Suarez apology

    Luis Suarez Apologizes for Post-Match Incident After Leagues Cup Final Defeat

    I-95 crash

    Interstate 95 Crash Injures One After Multi-Vehicle Collision Involving Tractor-Trailers

    Thomas Pynchon California novels

    Thomas Pynchon’s California Novels Predict Modern American Turmoil

    Luminous mutation Grow a Garden

    How to Get the Luminous Mutation in Grow a Garden

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.