রবি সিমের দারুণ অফার ১১ টাকায় ১ জিবি ডাটা

রবি সিমের অফার

রবি সিমের অফার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রবি সিমের নতুন বছরের দারুণ অফার মাত্র ১১ টাকায় ১ জিবি ডাটা এই অফারটি সবাই পাবেন কিনা নাও পেতে পারেন তবে চেষ্টা করে দেখতে পারেন। নিম্নে অফারটির বিস্তারিত দেওয়া হলো।

নতুন বছরে রবি দারুণ ডাটা অফার এর মধ্যে এই রবি ইন্টারনেট অফারটি অন্যতম। রবি সিমে ১১ টাকায় ১ জিবি ইন্টারনেট। যার মেয়াদ পাবেন ৭ দিন। তার মানে হচ্ছে রবি ১ জিবি ইন্টারনেট অফার মেয়াদ ৭ দিন। রবি সিমে ১১ টাকায় ১ জিবি ডাটা অফারটি শুধু মাত্র একবার নেওয়া যাবে। তবে কিছু কিছু সিমে আপনি ২ বারও পারবেন।

কাঁচা বাদাম গানের তালে ড্যান্স দিয়ে ফের ঝড় তুললেন ভুবন বাদ্যকর

রবি সিমে ৯ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার আমরা সবাই কম বেশি পেয়ে থাকি তবে রবি সিমে ১১ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার সম্পর্কে আমরা কমই জানি তবে আপনার এই ভাই আছে কি করতে আমি এখনোই আপনাদের বলে দিচ্ছি এই রবি ইন্টারনেট অফারটি কিভাবে নিবেন।

রবি ইন্টারনেট অফার ২০২১২ কোড। বরি সিমে ১১ টাকায় ১ জিবি ইন্টারনেট অফারটি নিতে আপনাকে ১১ টাকা মোবাইলে রেখে ডায়াল করতে হবে 21291699# তারপরও রবির এসএমএস এর নিয়মাবলী বলু করলেই আপনি নিয়ে নিতে পারবেন ১১ টাকায় ১ জিবি ডাটা অফার।

অপরদিকে আপনার যে কোন সিমে bKash এ পাচ্ছেন ১৫ টাকা রিচার্জে ৪৫ টাকা ক্যাশব্যাক। ২০২১ বছরের শেষে bKash নিয়ে এলো ধামাকা মোবাইল রিচার্জ ক্যাশব্যাক অফার। bKash দিচ্ছে ১৫ টাকা রিচার্জে ৪৫ টাকা ক্যাশব্যাক এবং ১০ টাকা রিচার্জে ৩০ টাকা ক্যাশব্যাক।

আরআরআর ছবিতে কে কত পারিশ্রমিক নিয়েছেন

নিম্নে উল্লেখ করা হলো কিভাবে আপনি আপনার bKash একাউন্ট এই অফারটি উপভোগ করতে পারবেন। এই অফারটি সবাই পাবেন না। অফারটি শুধু নির্দিষ্ট কিছু গ্রাহক জন্য

প্রথমে bKash অ্যাপে লগিন করুন। এরপর নিচের মতো দুইটি একটি অফার দেখতে পারবেন। সেখানে লেখা থাকবে ১৫ রিচার্জে ৪৫ টাকা ক্যাশব্যাক আর আরেকটিতে ১০ টাকা রিচার্জে ৩০ টাকা ক্যাশব্যাক।

bKash অফার

এবার ব্যানারটিতে ক্লিক করে আগের নিয়মে আপনার মোবাইল নাম্বার এবং টাকার পরিমাণ ১৫ অথবা ৪৫ দিয়ে আপনার পিনটি সাবমিট করে ক্যাশব্যাক অফারটি উপভোগ করুন।

কম মূল্যের ৫টি সেরা স্মার্টফোন