Advertisement
বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে যোগ দিতে আগামীকাল রবিবার (২৬ অক্টোবর) ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।

আগামী সোমবার (২৭ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হবে নবম জেইসি বৈঠক। এতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ, কৃষি সহায়তা, আর্থিক সেবা ও ব্যাংকিংসহ নানা খাতের উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
প্রাথমিকভাবে পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা ঢাকায় আসবেন বলে জানানো হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে পেট্রোলিয়াম মন্ত্রীকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তিন দিনের সফরে ঢাকা আসছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



