স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ওয়ানডে নিয়ে সদ্য বিশ্বক্রিকেটের অনেক তারকারাই বলেছেন, ধীরে ধীরে মরে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট।
সেই দলে আছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও। তবে ওয়ানডে ক্রিকেটকে টিকিয়ে রাখার ফর্মুলাও দিয়েছেন তারা।
কিছুদিন আগে আফ্রিদি যা বলেছিলেন, একই সুরে শাস্ত্রী আজ বললেন, ওয়ানডে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে ৪০ ওভারে নামিয়ে আনা উচিত।
আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির কারনে মাত্র ৩১ বছর বয়সে ওয়ানডে থেকে গেল সপ্তাহে অবসর নেন ইংল্যান্ডের বিশ^কাপ জয়ী ক্রিকেটার বেন স্টোকস। স্টোকসের অবসরের পরই ওয়ানডে ক্রিকেট নিয়ে সমালোচনায় মেতে উঠেন বিশ^ ক্রিকেটের অনেক তারকারা।
পাকিস্তানের ওয়াসিম আকরাম, অস্ট্রেলিয়ার উসমান খাজা, ভারতের রবীচন্দ্রন অশি^নসহ আরও অনেকেই ওয়ানডে ক্রিকেটের শেষ দেখে ফেলেন।
ওয়ানডে ক্রিকেট নিয়ে বিরক্তি প্রকাশ করলেও এই ফরম্যাটকে টিকিয়ে রাখার টোটকাও দিয়েছিলেন আফ্রিদি। পাকিস্তানের একটি টিভিতে সাক্ষাৎকারে আফ্রিদি বলেছিলেন, ‘ওয়ানডে ক্রিকেট এখন বেশ বিরক্তিকর হয়ে উঠেছে। আমি ওয়ানডে ক্রিকেটকে ৫০ ওভার থেকে কমিয়ে ৪০ ওভার করার পরামর্শ দিবো, যাতে এটি বিনোদনমূলক হয়।’
আফ্রিদির সুরে কথা বলেছেন শাস্ত্রীও। ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে ফ্যান কোডে শাস্ত্রী বলেন, ‘ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনলে, কোন ক্ষতি নেই। ওয়ানডে ক্রিকেট যখন শুরু হয়, তখন এটি ৬০ ওভারের ছিল। আমরা ১৯৮৩ সালে যখন বিশ্বকাপ জিতেছিলাম, তখনও ওয়ানডে ক্রিকেট ৬০ ওভারের ছিল।’
৬০ ওভার থেকে ওয়ানডে ক্রিকেট ৫০ ওভারে নেমে আসার প্রসংগ টেনে শাস্ত্রী বলেন, ‘পরবর্তীতে মানুষরা ভাবলেন, ৬০ ওভার বেশি লম্বা হয়। আর ২০ থেকে ৪০ ওভার পর্যন্ত সময়টা একঘেয়ে। এ কারণে ওয়ানডে ৬০ থেকে ৫০ ওভারে নামিয়ে আনা হলো। এরপর তো অনেক বছর হয়ে গেল। এখন কেন এটাকে ৫০ থেকে ৪০ ওভারে নামিয়ে আনা যাবে না!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।