আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বর্তমানে রবীন্দ্রসঙ্গীতের চেয়ে বোমার শব্দ বেশি শোনা যায় বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রোববার দুপুরে সল্টলেকে বিজেপির ‘সদস্য সংগ্রহ অভিযান’ কর্মসূচির সূচনা করেন তিনি। ওই সময় বক্তৃতায় এই মন্তব্য করেন অমিত শাহ।
অমিত শাহ বলেন, ‘বাংলায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনুপ্রবেশ চলছে এবং এটি বন্ধ করার একমাত্র উপায় হল ২০২৬ সালে বিজেপিকে নির্বাচিত করা… রবীন্দ্রসঙ্গীতের পরিবর্তে বাংলা আজ বোমার শব্দ শুনতে পাচ্ছে।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, লোকসভা ভোটের ফলপ্রকাশের পর এই প্রথম রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে শাহের নাতিদীর্ঘ বক্তৃতায় বার বার ঘুরেফিরে এসেছে ২০২৬ সালের বিধানসভা ভোটের প্রসঙ্গ। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কী কী বদল ঘটবে, তারও ফিরিস্তি দিলেন তিনি।
ওই সময় অমিত শাহ বলেন, ‘রাজ্যে এক কোটি সদস্য সংগ্রহ করতে পারলে বিজেপি ২০২৬ সালে ক্ষমতায় আসবে। সন্দেশখালি থেকে আরজি করের মতো ঘটনা বিজেপি ২০২৬-এ ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাবে। আমরা হরিয়ানায় জিতেছি। ঝাড়খণ্ড, মহারাষ্ট্রেও জিতব। তার পরেই আমাদের লক্ষ্য বাংলা।’
শাহের বক্তৃতায় উঠে আসে রাজ্যে তৃণমূল সরকারের ‘অপশাসন’ এবং ‘দুর্নীতির’ প্রসঙ্গও। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, ‘মমতাদি বলছেন কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। কেন্দ্র টাকা দিলেও তৃণমূলের সিন্ডিকেট খেয়ে নিচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে গরু পাচার, কয়লা পাচার বন্ধ হবে। চাকরি পেতে আর কাউকে টাকা দিতে হবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।