বিনোদন ডেস্ক : বেসুরো কণ্ঠে রবীন্দ্র সংগীত গেয়ে সমালোচিত হওয়ার পর এবার হিরো আলম বললেন ‘আমি অনেক গান গাইছি; কিন্তু রবীন্দ্রসংগীত আসলে গাইনি। আপনারা যেটা দেখতেছেন, সেটা তো অল্প একটু গাইছি। এটা আসলে আমার অফিসিয়াল কোনো গান না।’
শনিবার হিরো আলম বলেন, ‘একটা পিকনিকে গেছিলাম, সেখানে গাইছি। এইভাবে রবীন্দ্র সংগীত গাইলে তো আমার নামে মামলা হয়ে যাবে। আমি কেকেকে স্মরণে একটা গান গাইছি। সেটা কাল রাতেই রিলিজ হয়েছে। আপনারা সেইটা শুনতে পারেন। রবীন্দ্র সংগীত যেইটা ভাইরাল হইছে সেইটা আমি শখ করে গাইছি দুই-তিন লাইন। ওইটা অফিশিয়াল না।’
‘আমারো পরানে যাহা চায়’ গানের হিরো আলম ভার্সনের মিউজিক ভিডিও রয়েছে। সেখানে কিছু দৃশ্যে তাকে গিটার হাতে গানটি গাইতে দেখা যায়। হিরো আলমের গাওয়া গানের কিছু লাইন ও শব্দের সঙ্গে মূল গানের লাইন ও শব্দের মিল পাওয়া যায়নি। গানটির কারণে ট্রল হয়েছেন হিরো আলম। মামলার হুমকিও পাচ্ছেন বলে জানালেন।
হিরো বলেন, ‘আমারো পরানে যাহা চায়- গানটি আমার চ্যানেল থেকে করিনি। অন্য একটি ইউটিউব চ্যানেলের জন্য করেছি। গানটি পাবলিক থাকবে না।’
বগুড়ার ছেলে আশরাফুল আলম। সবার কাছে তিনি ‘হিরো আলম’ নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও নিয়মিত গান করেন। লিখেন বইও। সম্প্রতি বেসুরো কণ্ঠে নানা গান গেয়ে তুমুল আলোচিত তিনি। এবার গেয়েছেন রবীন্দ্র সংগীত ‘আমারো পরানে যাহা চায়’। বরাবরের মতো গানটি গেয়ে সমালোচনার তুঙ্গে তিনি।
গানটি যে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে সেখানে ভিউ বেশি না হলেও মন্তব্য এসেছে শত শত, যার অধিকাংশই নেতিবাচক।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গানটি পোস্ট করার পর থেকে ব্যাপক সমালোচনা হচ্ছে। কেউ কেউ তার বিরুদ্ধে বিকৃতভাবে রবীন্দ্র সংগীত গাওয়ার অভিযোগ তুলেছেন।
টিজারেই মাত শাহরুখের ‘জওয়ান’, ফাঁস হলো ছবি নিয়ে চমকপ্রদ তথ্য
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।