বাংলাদেশে চাহিদার থেকে অনেক বেশি ছোলা আমদানি করা হয়েছে। রমজান মাসে সরবরাহ ও দাম নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়টিকে মাথায় রেখে এত বেশি ছোলা আমদানি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 2 লাখ 63 হাজার মেট্রিক টন আমদানি করেছে বাংলাদেশ।
![Chickpea market](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2025/02/1709548819674.jpg?resize=788%2C414&ssl=1)
যদিও চাহিদা এক লাখ মেট্রিক টন। আমদানি করার ক্ষেত্রে প্রতি কেজি ছোলার দাম ৯০ থেকে ৯৫ টাকা ধরা হয়েছে। গত মাসের ৯৭ হাজার মেট্রিক টন ছোলা আমদানি করা হয়ে গেছে। ব্যবসায়ীরা আশা করছে যে, ছোলা বাজারে সরবরাহ করার ক্ষেত্রে কোনো কৃত্রিম সংকট তৈরি করা হবে না এবং দাম স্বাভাবিক থাকবে।
বিশ্ববাজারে ছোলার দাম কেজি প্রতি 15 থেকে 20 টাকা কমে গিয়েছে। এজন্য বেশি করে আমদানি করে রাখা হয়েছে। গত বছরে যে পরিমাণ ছোলা আমদানি করা হয়েছিল এবার তার থেকেও বেশি আমদানি করতে হচ্ছে। শুল্ক কর্মকর্তারা আশা করছেন যে, এবার কোন কারসাজি হবে না। বাজারে নতুন করে সিন্ডিকেট তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া কঠোর মনিটরিং ব্যবস্থা রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
পাইকারি পর্যায়ে বর্তমানে ভালো মানের প্রতি কেজি ছোলা ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। শুধু প্রিমিয়াম কোয়ালিটির জবা ও সূর্যমুখী ব্র্যান্ডের ছোলার দর ১০২ টাকা। অবশ্য এই ছোলা এক মাস আগেও ১২২ টাকায় বিক্রি হতো।
চট্টগ্রামের খাতুনগঞ্জের মাস্টার ট্রেডিংয়ের মালিক শাফায়েত হোসেন ছাকিব বলেন, ছোলার পর্যাপ্ত আমদানি রয়েছে। এতে বাজারে সামঞ্জস্যতা ফিরেছে। কমছে দামও। পরিস্থিতি এমন থাকলে রমজানে বাজারে স্বস্তি বিরাজ করবে।
দুই বছর আগে ডলার সংকটের মুখে অস্ট্রেলিয়া থেকে ছোলা আমদানি কমে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তিউনিশিয়া এবং ইথিওপিয়া থেকে আনা ছোলা বাংলাদেশে ১০০ মার্কিন ডলার বাড়তি দরে বিক্রি করতো ভারত। সাম্প্রতিক সময়ে, অস্ট্রেলিয়া থেকে সরাসরি ছোলা আসার পরিমাণ বাড়ায় বন্ধ হয়ে গেছে ভারতের এই কৌশল।
চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স হাজী স্টোরের মালিক জয়নাল আবেদীন মিন্টু বলেন, এখন ছোট-বড় সব ব্যবসায়ীই এলসি করতে পারছেন। এতে বাড়ছে আমদানি। ফলে বাজারও স্থিতিশীল রয়েছে। উল্লেখ্য, রেকর্ড আমদানি হলেও কৃষিপণ্য হিসেবে ছোলা আমদানিতে কোনো শুল্ক পায় না চট্টগ্রাম কাস্টমস হাউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।