আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বিশ্বজুড়ে মুসলমানরা রমজান মাস পালন শুরু করায় ফিলিস্তিনি জনগণের দুর্ভোগের বিষয়টি তার মনে রয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজায় আরও মানবিক ত্রাণ পেতে প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির চুক্তির অংশ হিসেবে ‘কমপক্ষে ছয় সপ্তাহের জন্য তাৎক্ষণিক ও টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠায়’ বিরতিহীনভাবে কাজ করবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ মানবিক পরিস্থিতি সত্ত্বেও হামলা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ ছিটমহলের প্রতিটি অংশে ইসরায়েল আঘাত হেনেছে। রাফায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজার ফিলিস্তিনিরা এক ভিন্ন রমজানের সময় কাটাতে যাচ্ছেন। ছিটমহলের ২৩ লাখ মানুষের অর্ধেক দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বসবাস করছে। অনেকে প্লাস্টিকের তাঁবুতে বাস করছে এবং খাবারের তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছে। এত কষ্ট সত্ত্বেও কেউ কেউ আলো ও লণ্ঠন দিয়ে তাঁবু সাজিয়ে উল্লাস খোঁজার চেষ্টা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।