গোপাল হালদার, পটুয়াখালী: রমজান মাস শুরু হওয়ার পর থেকেই পর্যটকশূন্য হয়ে পড়েছে সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় ও সূর্যাস্তের এ লীলাভূমিতে বছরের সবসময়ই কমবেশি পর্যটক থাকে। কিন্তু রমজানের প্রথম দিন থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে কুয়াকাটা।
বুধবার (৩ এপ্রিল) সৈকতের সবগুলো পয়েন্ট ঘুরে দেখা যায়, রমজানের প্রথম দিন থেকে এখন পর্যন্ত পর্যটক শূন্য রয়েছে এ সৈকত। পর্যটক না থাকায় সৈকতে থাকা ছাতা, বেঞ্চ গুছিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। অন্যান্য ব্যবসায়ীরাও তাদের স্টলগুলো বন্ধ রেখেছেন পর্যটক না থাকায়। তবে কিছু দোকানি সকালে দোকান খুলে বসলেও সন্ধ্যার আগেই বন্ধ করে দেন।
শুধু শুঁটকি, ছাতা, বেঞ্চ বা ঝিনুক ব্যবসায়ীরাই নয় পর্যটন কেন্দ্রের অন্যতম অনুষঙ্গ হোটেল ব্যবসায়ীরা পাচ্ছেন না রুম বুকিং দেওয়ার মতো পর্যটক। তবে তাদের আশা রমজানের প্রথম দিকে পর্যটক না পেলেও শেষের দিকে কিছু পর্যটক পেতে পারেন।
স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটায় ব্যাপক সংখ্যক পর্যটক এসেছে। বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতার কারণে তেমন কোন পর্যটক ছিল না কুয়াকাটায়। তবে নির্বাচনের পর কিছুদিন ব্যাপক পর্যটনের আগমন ঘটেছিল। কিন্তু হঠাৎ রমজানের শুরুতে পর্যটক শূন্য হয়ে পড়েছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে ঈদকে ঘিরে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে এই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।
ঝিনুক ব্যবসায়ী মো. কাওসার আহমেদ বলেন, গত কয়েক মাস ধরে একটানা পর্যটকদের আনাগোনা ছিল। কিন্তু পবিত্র রমজান মাসের শুরু থেকেই সুনসান নিরব হয়ে উঠেছে কুয়াকাটা। আমাদের বেচা বিক্রি নাই, রমজানের আগে যেখানে প্রতিদিন ৫ থেকে ২০ হাজার টাকা বিক্রি করতাম, এখন দিনে ৫০০ টাকা বিক্রি করতেই কষ্ট। পরিবার নিয়ে চলতে কষ্ট হচ্ছে।
ফটোগ্রাফার মো. আল আমিন জানান, দীর্ঘদিন ধরেই আমি সৈকতে ছবি তুলি দিন আনি দিন খাই, কিন্তু রমজানের শুরুতেই পর্যটক নেই কুয়াকাটায়।
কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর বলেন, রমজানের কারনে আমাদের পর্যটক কিছুটা কমেছে। তবে ২৫ রমজানের পর পর্যটকদের আগমন কিছুটা বাড়বে এবং ঈদের পরে লাখো পর্যটকের আগমন হবে বলে আমরা আশা করি। যার ফলে ট্যুরিস্ট বোট মালিকরা তাদের বোটের সার্বিক কাজগুলো সেরে নিচ্ছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ডিউটি অফিসার এসএই আতাউর রহমান জানান, বর্তমানে কুয়াকাটায় তেমন কোনো পর্যটকের ভিড় নেই কিন্তু আমাদের টহল টিম এখনও সৈকতে দায়িত্ব পালন করছে। শুধু সৈকতেই নয় কুয়াকাটার সকল দর্শনীয় স্থানগুলোতে আমাদের টিম দায়িত্ব পালন করছে। তবে রমজানের শেষের দিকে পর্যটন বাড়বে বলে মনে করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।