রমজান মাসে যেন বাজারে ছোলার দাম স্থিতিশীল থাকে এবং কোন সংকট যেন সৃষ্টি না হয় সেজন্য ছোলার আমদানি বাড়ানো হয়েছে। বিভিন্ন বন্দরে পণ্য খালাস করা হচ্ছে। বর্তমানে বাজারে প্রতি কেজি ছোলা ক্রয় করতে হলে ১০৫ থেকে ১২০ টাকা খরচ করতে হবে।
আগের রমজান মাসের সাথে তুলনা করলে এবার কিছুটা কমে ক্রয় করতে পারা সম্ভব হচ্ছে। আমাদের দেশে সাধারণত রমজান মাসে ছোলার চাহিদা অনেক বেশি থাকে। অন্যান্য মাসের তুলনায় রমজানে ৫ থেকে ১০ গুণ পর্যন্ত বাড়তি চাহিদা থাকে।
আমদানিকারকেরা জানান, এই চাহিদার পরিপ্রেক্ষিতে দেশের বন্দরগুলোতেও বেড়েছে ছোলার আমদানি। প্রতিদিন গড়ে সাত থেকে ১০ গাড়ি ছোলা আমদানি হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়ে ১৫ থেকে ২০ গাড়িতে।
বিক্রেতারা বলছেন, রাজধানীর বিভিন্ন বাজারে ছোলার দামে তারতম্য থাকলেও পাইকারি বাজারগুলোতে মিলছে মানভেদে প্রতি কেজি ১০৫ থেকে ১২০ টাকায়।
আমদানিকারকেরা জানান, এবার বেড়েছে ছোলা আমদানির পরিমাণ। তাই রোজা শুরুর কয়েকদিনের মধ্যে ছোলার দাম কমতে পারে।
এদিকে রমজান মাসে প্রতিদিনই বাজার মনিটরিং করা হবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মনিটরিং টিমের সংখ্যাও দ্বিগুণ করা হয়েছে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।