পেস্ট দিয়ে দাঁত মাজলে রোজা কি ভাঙে?
জুমবাংলা ডেস্ক : রমজান মাস হলো অব্যাহত জ্বলন ও তীব্র দহনের একত্র সমাহার। মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য সুস্থ সবল দেহে পরিপূর্ণভাবে সকল আমল ও ইবাদত সম্পন্ন করাই হচ্ছে এই পবিত্র মাসের উদ্দেশ্য। সেই আমল ও ইবাদত পালন করার সময় অনেক সময় আমরা কিছু ভুল করে থাকি। তার মধ্যে একটি হলো রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত মাজা।
রোজা রেখে টুথপেস্ট, টুথ পাউডার কিংবা দাঁতের মাজন ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে না বরং মাকরুহ হয়ে যাবে।
আমরা অনেকেই রোজা রেখে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি। কিন্তু রোজা রেখে টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত না মাজাই ভালো। এ বিষয়ে ইমাম প্রশিক্ষণ একাডেমির সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বিস্তারিত আলোচনা করেছেন। চলুন, তা জেনে নিই–
রোজা ভাঙার যে মৌলিক বিষয়গুলো রয়েছে তা হলো, মানুষের পাকস্থলীতে সরাসরি কোনো খাদ্যদ্রব্য প্রবেশ করা। দাঁতের মাজন বা টুথপেস্ট ব্যবহার করলে পেটের ভেতর কিছু অংশ প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হয়। তাই এ ক্ষেত্রে রোজা মাকরুহ হয়ে যাবে।
যেহেতু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই রোজা মাকরুহ হবে; কিন্তু ভাঙবে না। তবে যেহেতু মাকরুহ নিন্দনীয় ও অনুচিত কাজ, তাই রোজা রেখে আমরা টুথপেস্ট বা দাঁতের মাজন দিয়ে দাঁত মাজব না। তারপরও যদি অভ্যাসবশত আমরা কাজটা করে ফেলি তাহলেও রোজা হয়ে যাবে।
রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি লাভে যা নিষেধ, তা না করার চেষ্টা করতে হবে। যেন তিনি খুশি হন। মাকরুহ হলেও আমাদের রমজান মাসে রোজা রেখে টুথপেস্ট বা দাঁতের মাজন দিয়ে দাঁত না মাজার চর্চা করতে হবে।
আর এই সময় দাঁতের সুরক্ষার জন্য আমরা মেসওয়াক ব্যবহার করতে পারি। রমজান মাস কেন্দ্র করে মেসওয়াকের অভ্যাস করা যেতে পারে। তা ছাড়া মেসওয়াক হচ্ছে একপ্রকার সুন্নত।
রাসুল (সা.) জীবনের শেষ সময়েও মেসওয়াক করেছেন এবং রমজান মাসে যদি আমরা মেসওয়াক করি, সে ক্ষেত্রে যদি মেসওয়াক গাছের কাঁচা ডাল হয়, বিশেষ করে নিমের ডাল, তাহলে মুখে তিতা লাগতে পারে। মুখে তিতা ভাব লাগলেও মেসওয়াক করা উত্তম। এতে রোজা ভাঙবে না।
রমজান মাসে বেশি বেশি ইবাদতের চেষ্টা করা উচিত। রোজা রেখে টুথপেস্ট ব্যবহার না করে মেসওয়াক ব্যবহার করেন। এতে মুখও পরিষ্কার হবে। পাশাপাশি একটা সুন্নতের ওপরও আমল করা হবে।
টুথপেস্ট ব্যবহার করলে যেহেতু রোজা মাকরুহ হয়, সেহেতু আমরা তা ব্যবহার থেকে বিরত থাকি। রাসুল (সা.)-এর সুন্নত মেসওয়াক ব্যবহার করে দাঁত পরিষ্কার করব। বেশি বেশি আমল করব।
আল্লাহপাক আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মাহে রমজানের সিয়াম সুন্দরভাবে ও পরিপূর্ণ করে পালন করার তৌফিক দান করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।