জুমবাংলা ডেস্ক: রমজানে নিত্যপণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে সে জন্য ৪ জানুয়ারি টাস্কফোর্সের মিটিং হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ‘সেই মিটিংয়ে এলসি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না।’
আজ সকালে রংপুরে নিজ নির্বাচনী এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এসব বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘আমদানি করা পণ্যের দাম আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণ হয়। সেখানে আমাদের কিছু করার থাকে না। তা ছাড়া দেশীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। যদিও গ্যাসের দামসহ কিছু জিনিসের দাম বেড়েছে, এরপরও আন্তর্জাতিক বাজার অনুযায়ী আমরা ভালো আছি।’
এর আগে বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার পীরগাছা ও কাউনিয়া উপজেলায় নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।