জুমবাংলা ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে বাজারমূল্য স্থিতিশীল রাখতে কঠোরভাবে তদারকি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। খবর ইউএনবি’র।
সোবমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, রমজান মাসে যাতে বাজার মূল্য স্থিতিশীল থাকে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কঠোর তদারকি ব্যবস্থা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে চারটি তদারকি দল আছে, যারা এসব তদারকি করবে।
এছাড়া বাজার তদারকিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বলেও জানান তিনি।
পবিত্র রমজানে ক্রেতা-বিক্রেতাদের সংযমী হয়ে থাকার পরমর্শ দিয়ে মন্ত্রী বলেন, রমজান মাস সংযমের মাস, এই সময়ে ক্রেতা বিক্রেতা সবাইকে সংযমী হয়ে চলতে হবে। পণ্য যথেষ্ট মজুত আছে তাই কোনো রকমের ঘাটতি হবে না।
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি পণ্য যেমন- তেল, ডাল, ছোলা… এগুলোর দাম বাড়বে না। তবে আবহাওয়া কারণে পচনশীল পণ্যের দাম এদিক-ওদিক হতে পারে।
এর আগে সচিবালয়ে টেলিভিশন চ্যানেল মালিক সমিতির (অ্যাটকো) সাথে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠকে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরীর নেতৃত্বে টিভি মালিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আগামী বছর জুনের মধ্যে ক্যবল নেটওয়ার্ক ‘ডিজিটালাইজড’ করা হবে এবং খুব শিগগির বাংলাদেশি বেসরকারি চ্যানেলগুলোর সিরিয়াল দেয়া হবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel