৫ আগস্ট এর পর দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়। এরপরও নানা অস্থিরতার মধ্য দিয়ে দেশে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। এখন খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের ঘরে পৌঁছে গেছে।
দাম বৃদ্ধির পর দেখা যাচ্ছে যে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। দরিদ্র মানুষের সুবিধার জন্য টিসিবির ট্রাকসেল নিয়ে সুখবর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। টিসিবির ট্রাকসেলের মাধ্যমে অতিরিক্ত নয় হাজার মেট্রিক টন খাদ্য বিক্রি করতে চায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এ নয় হাজার মেট্রিক টন পণ্য রমজান মাসে বিক্রি করা হবে। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বা টিসিবির ট্রাকসেল এর মাধ্যমেই এসব পণ্য আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিদের কাছে বিক্রি করা হবে।
খুলনায় টিসিবির ট্রাকসেলের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি তিনি এ কার্যক্রম এর উদ্বোধন ঘোষণা করেন। বিষয়টি এরকম নয় যে যাদের ফ্যামিলি কার্ড রয়েছে কেবল তারাই এ পণ্য পাবেন। ফ্যামিলি কার্ড এর বাহিরে যারা রয়েছেন তারাও রমজান মাসে কম মূল্য ক্রয় করতে পারবে।
টিসিবির টার্গেট অনুযায়ী ১২ লাখ পরিবারের কাছে এসব পণ্য পৌঁছে দেয়া হবে। রমজান মাসের মধ্যেই ট্রাকসেলের মাধ্যমে বারবার পরিবারের কাছে পণ্য পৌঁছে দিতে সক্ষম হবে টিসিবি। রমজান মাসে যেন বাজার স্থিতিশীল থাকে এবং পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকে সেজন্য ব্যবস্থা গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।